ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ম্যাচ শুরু হবার আগেই বাংলাদেশকে তুচ্ছ করে একি বললেন পাকিস্তানি কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৯:৫১:৩১
ম্যাচ শুরু হবার আগেই বাংলাদেশকে তুচ্ছ করে একি বললেন পাকিস্তানি কোচ

এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানে জয় পেয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বেশ আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পর সুপার ফোরেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।

কিন্তু তারপরেও ফাইনালে ভারতের বিপক্ষে তিনি পাকিস্তানকেই দেখেছেন।সংবাদ সম্মেলনে এমনটিই বলেছেন তিনি। তিনি বলেন, ‘পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে জিতবে। বাংলাদেশ হারবে। আমরাই ভারতের বিপক্ষে ফাইনালে খেলব।’

তিনি আরো বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছি। ফাইনালে সুযোগ থাকছে সেই ভারতকেই হারিয়ে শিরোপা জেতার। আমরা ভারতের বিপক্ষে প্রতিশোধ চাই। আর সেটার বড় মঞ্চ অপেক্ষা করছে এশিয়া কাপের ফাইনাল। আমার কোচিং ক্যারিয়ারে গত ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়টাই সব থেকে বাজে দিক হয়ে গেছে।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আবুধাবি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ