ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পরিবর্তন আসছে ওপেনিংয়ে, আসছেন যে তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৯:৪৯:৩৭
পরিবর্তন আসছে ওপেনিংয়ে, আসছেন যে তারকা

তবে মাঠে নামার আগে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হচ্ছে দলের ব্যাটিং লাইনআপ। তার মধ্যে সবচেয়ে বড় চিন্তা ওপেনিং নিয়ে। বার বার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ টাইগার ওপেনার নাজমুল ইসলাম শান্ত। আর তাই হয়তো তার পরিবর্তে একাদশে ফিরছেন সৌম্য সরকার। আর যদি সৌম্য ফিরে তাহলে হয়তো নিচে ব্যাটিং করবেন ইমরুল।

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কোচ রোডস বলেন, ‘হ্যাঁ, টপ অর্ডার সেভাবে রান করছে না। গত ম্যাচে ইমরুল- মাহমুদউল্লাহ দারুণ করেছে। হ্যাঁ, সৌম্য আজ পুরো সময় অনুশীলন করেছে। সে ঠিক আছে। একাদশ কি হবে, সেটা অধিনায়কের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আবুধাবি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ