ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন পাকিস্তান কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:৪১:৩৮
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন পাকিস্তান কোচ

আর এই ম্যাচেই নজর রাখছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে হারের পর এবার সুপার ফোরেও হেরেছে পাকিস্তান। আর দলের এমন পারফরম্যান্সের পিছনে আত্মবিশ্বাসের অভাব দেখছেন দলটির কোচ। অন্যদিকে আফগানদের বিপক্ষে জিতে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

তবে বাংলাদেশের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতে দলের কাছে থেকে সেরাটা চান কোচ আর্থার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এখন সেমিফাইনাল। এই মুহূর্তে গর্ত থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করতে হবে আমাদের। আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব। বাঁচা-মরার ম্যাচে অবশ্যই আমাদের সেরাটা দিতে হবে। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে।’

উল্লেখ্য, আগামী বুধবার ২৬ সেপ্টেম্বর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ