ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে নিয়ে এ কেমন ভবিষ্য বাণী করলেন স্টিভ রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:৪০:২৫
বাংলাদেশকে নিয়ে এ কেমন ভবিষ্য বাণী করলেন স্টিভ রোডস

জয়ের ধারায় ফেরার সঙ্গে সবাই ফিট থাকায়, শেষ ম্যাচে দল আরো আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। টুর্নামেন্টের ফরম্যাটে না থাকলেও ম্যাচটা হয়ে গেছে অঘোষিত সেমিফাইনাল। বরাবরের মতো প্রতিপক্ষ নিয়ে উদাসীন মোস্তাফিজ।

মানসিক ও শারিরীকভাবে ক্রিকেটাররা চাঙ্গা আছে। আর এটাকে পুঁজি করেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন টাইগার কোচ স্টিভ রোডস। আগামীকালে ম্যাচের আগে এক ব্রিফিং এ এ কথা বলেন তিনি।

স্টিভ বলেন, দল হিসেবে পাকিস্তান বেশ শক্তিশালী। তবে বাংলাদেশও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তার মতে মাশরাফিরা নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে জায়গা করে নেবে টাইগাররাই। টাইগার কোচ স্টিভ রোডস বলেন, এটা এখন অঘোষিত সেমিফাইনাল।

পাকিস্তানের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তবে নিজেদের সামর্থ্যটাও ছেলেরা দেখিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি আমরাই জিতবো এবং ভারতের সঙ্গে ফাইনাল খেলবো। কারণ ক্রিকেটাররাও শারীরিক ও মানসিক ভাবে বেশ ছন্দে আছে

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ