ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ফিফা বর্ষসেরা হলেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:১৭:৫২
ফিফা বর্ষসেরা হলেন যারা

আর বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কারটি জিতে নিয়েছেন ব্রাজিলের মার্তা। এছাড়া সেরা কোচ হয়েছেন বিশ্বকাপ জয়ী দিদিয়ের দেশম। আর সেরা গোলকিপার হয়েছেন থিবো কোর্তয়া।

বর্ষসেরাদের তালিকা:

মেন'স প্লেয়ার: লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ)উইমেন'স প্লেয়ার: মার্তা (ব্রাজিল, অরলান্ডো প্রাইড)মেন'স কোচ: দিদিয়ের দেশম (ফ্রান্স)উইমেন'স কোচ: রেনাল্ড পেড্রস (অলিম্পিক লিও)গোলকিপার: থিবো কোর্তয়া (বেলজিয়াম, চেলসি/ রিয়াল মাদ্রিদ)পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল): মোহাম্মদ সালাহ (মিশর, লিভারপুল)ফ্যান আ্যওয়ার্ড: পেরুর সমর্থকরাফেয়ার প্লে অ্যাওয়ার্ড: লেনার্ট থে (জার্মানি, বেলেদিয়া ইরজুরুমস্পোর)ওয়ার্ল্ড ইভেলেভেন: ডেভিড ডি গিয়া, দানি আলভেস, মার্সেলো, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, ইডেন হ্যাজার্ড, এনগোলো কন্তে, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ