ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ যদি ফাইনালে উঠে তাহলে কি খেলবেন তামিম ইকবাল,জেনেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:১৬:৫১
বাংলাদেশ যদি ফাইনালে উঠে তাহলে কি খেলবেন তামিম ইকবাল,জেনেনিন

আঙুলের চোট নিয়েই সংযুক্ত আরব আমিরাত গিয়েছিলেন তামিম। প্রথম ম্যাচে যুক্ত হয়েছে কবজির চোট। স্লিং বেঁধে দুবাইয়ে সময় কাটাচ্ছেন তামিম। দলের সঙ্গেও থাকতে পারেন সিনিয়র এ ক্রিকেটার। এদিকে তাঁর বদলি হিসেবে কাউকে নেওয়ার কথা এখনও ভাবছে না বোর্ড। দলের সঙ্গে রয়েছেন মুমিনুল হক ও নাজমুল ইসলাম শান্ত। তামিমের জায়গায় আফগানিস্তানের ম্যাচে দেখা যেতে পারে মুমিনুল হককে।

এদিকে প্রথম ম্যাচের নায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে নামেননি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। পুরোনো পাঁজরের ব্যথা বাড়ায় তার প্রথম ম্যাচে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু ব্যথা নিয়ে মাঠে নেমে দলকে জিতিয়েছেন মুশফিক। ম্যাচ শেষে পুরস্কার নিতে এসেও বারবার হাসফাঁস করেছেন মুশফিক। বোঝাই যাচ্ছিলপাঁজরের ব্যথা কষ্ট পাচ্ছিলেন।

তবে রোববার স্ক্যান করানোর পর জানা গেছে, এশিয়া কাপে তার খেলতে কোনো বাধা নেই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই তাকে পাওয়া যাবে। নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করতে চেয়েছিলেন মাশরাফি। দলীয় পারফরম্যান্সে জয় দিয়েই যাত্রা শুরু করতে পেরেছে বাংলাদেশ। এবার মাশরাফির দলের সামনে এগিয়ে যাওয়ার পালা। আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।

তবে বাংলাদেশ যদি এশিয়া কাপের ফাইনালে উঠে যায় তাহলে কি তামিম ইকবাল কি দলে ফিরবেন?উওর হলো নাহ কারণ ডাক্তার জানিয়ে দিয়েছে তামিমের চোট সারাতে কমপক্ষে ২ মাস লাআগতে পারে আবার বেশি সময় ও লাগতে পারে।এদিকে জিম্বাবুয়ে সিরিজেও অনিশ্চিত তামিম ইকবাল।

নাফিস বলেন, ‘আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো এই জিনিসটা যাতে মনে রাখে। এখন সবাই প্রশংসা করছে হয়তো দুদিন পর মানুষ তাকে নিয়ে অন্যরকম মন্তব্য করতে পারে। ভাই হিসেবে আমি গর্বিত, দেশকে সে গর্বিত করেছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবেও আমি গর্বিত। তাকে এই কাজের জন্য যেন সবাই মনে রাখে।’

তিনি আরও বলেন, ‘ওর যখন ইনজুরি হয়েছে আমি খুবই আপসেট ছিলাম। শেষ সিরিজে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) এত ভাল খেলেছে, ভাল যাচ্ছিল…যাই হোক এসব কারণে একটু আপসেট ছিলাম। হাতে একটু ব্যথা নিয়েই দুবাই গেল। তারপর যখন শুরুর ম্যাচেই আঘাত পেল আরও হতাশ হয়ে পড়লাম। কিন্তু তামিম যখন উইকেটে ফিরে আসল একজন খেলোয়াড় হিসেবে আমি খুবই অবাক হই। গ্লাভস পরতে পারছে না, যেভাবে ব্যাটিং করেছে আঘাত লাগতে পারতো। এটা অনেক প্রেরণাদায়ক একটা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ