ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানকে ঠেকানোর কৌশল বলে দিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৭:১৬:০২
পাকিস্তানকে ঠেকানোর কৌশল বলে দিলেন তামিম

কব্জির চোটে দেশে ফিরেছেন। ওপেনিংয়ে তামিমের শূন্যতা কেউ পূরণ করতে পারেননি। শান্ত-লিটন-মিঠুনরা চাপ নিতে পারছেন না। দুই ম্যাচে বড় হারের পর স্বস্তির জয় এসেছে আফগানিস্তানের বিপক্ষে। লাইফ লাইন পেয়েছে বাংলাদেশ।

ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার কারণ অজানা নয় তামিমের। বলছেন তাড়াহুড়ো করাতেই যত সমস্যা। সতীর্থদের ধৈর্য্য রাখার পরামর্শ তার। বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বলেন, দুবাই কিংবা আবুধাবির কন্ডিশনে বোলারদের জন্য বিশেষকিছু নেই। ব্যাটসম্যানরা ধৈর্য্য রাখতরে পারলে রান পাবে। মিডল ওভারে ভাল ব্যাট করা খুব জরুরি। উইকেটে সময় কাটাতে হবে যত বেশি সম্ভব। তাহলে বড় একটা সংগ্রহ করা সম্ভব। একটা জয় দলের চেহারা বদলে দেয়, তেমনটা হবে আশা করছি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ