ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কখনো ভাবিনি পাকিস্তান ক্রিকেটে এমন দিন দেখবঃ ওয়াসিম আকরাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৪:৩৯:৫৭
কখনো ভাবিনি পাকিস্তান ক্রিকেটে এমন দিন দেখবঃ ওয়াসিম আকরাম

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ উইকেট ও পরে সুপার ফোরের ম্যাচে তারা হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজ দেশের এমন হার মানতেই পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম। নিজ দেশের ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমালোচনার তীরে বিদ্ধ করেন সাবেক এ পেসার।

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে ২০ বছর খেলেছি। আমি আমার জীবনে কখনো কল্পনাও করিনি যে এমন দিন দেখতে হবে। তারা স্রেফ উড়ে গেছে। এক পেশে খেলে জিতেছে ভারত। আমাদের উচিৎ র‍্যাংকিংয়ের নিচের দলগুলোর বিপক্ষে কম খেলা। আমিও ক্রিকেটের বিশ্বায়ন চাই, তবে সেটি ঘন ঘন খেলে নয়। জিম্বাবুয়েতে গিয়ে ৫ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি খেলার ফায়দা কি?

এসব ম্যাচে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আমাদের খেলোয়াড়দের কোনো লাভ নেই। ফলে তারা যখন শক্তিশালী বোলিং লাইনআপ, ব্যাটিং লাইনআপের বিপক্ষে নামে তখন তারা চাপে পড়ে যায়। আমাদের উচিৎ নিজেদের শক্তিমত্তা বাড়ানো। প্রতিপক্ষের মাঠে গিয়ে বেশি বেশি ম্যাচ খেলা।’

নিজের সময়ের স্মৃতিচারণ করে ওয়াসিম বলেন, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলতাম তখন তারাই চাপে থাকতো। আর এখন! আমরা নব্বইয়ের দশকে ভারতকে যতোটা চাপে রাখতাম এখন ভারতই আমাদের ততোটা চাপে রাখে। খেলায় হার-জিত থাকেই। কিন্তু ন্যুনতম লড়াই তো করতে হবে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ