ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আফগানদের বিপক্ষে ভারতীয় দলে ৪ পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৪:৩৯:০২
আফগানদের বিপক্ষে ভারতীয় দলে ৪ পরিবর্তন

তাই আচকের ম্যাচে তার বেশ ফুরফরে মেজাজেই আছে। এদিকে পরপর ম্যাচ খেলার ধকল কাটাতে আব বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় দলের নির্বাচকরা।

২৮ সেপ্টেম্বর ফাইনালের কথা মাথায় রেখে বোলার ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে আজ একাদশে নাও দেখা নাও যেতে পারে।

ব্যাটিং লাইন আপেও শিখর ধাওয়ানকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। আজ লোকেশ রাহুলকে খেলানো হতে পারে। মিডল অর্ডারে মাণীশ পান্ডেকে দেখে নেওয়ার ভাবনা রয়েছে। নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কী দল হবে তা নিয়ে আলোচনা চলছে ভারতীয় শিবিরে। ফাইনোল উঠে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাইছেন রবি শাস্ত্রী-রোহিত শর্মারা।

অন্যদিকে সুপার ফোরে শেষ ওভারে এসে পাকিস্তান ও বাংলাদেশের কাঠে টানা দুই ম্যাচ হেরেছে আফগানিস্তান। তাই আজ নিয়মরক্ষার ম্যাচ খেলবেন আফগান ক্রিকেটাররা। তাঁরাও এবারের এশিয়া কাপে চমকের পর চমক দিয়েছেন। আফগান অধিনায়ক আসগর আফগান বলছেন, ‘আমরা শক্তিশালী দলগুলোর সঙ্গে খেললাম। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। পরে কাজে লাগবে। আশা করছি শেষ ম্যাচেও নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলব।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ