ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন রমিজ রাজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ১৪:২৪:২৭
এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন রমিজ রাজা

২০১৫ সালে শেষ দেখা হয়েছিল এই দুই দলের। সেবার বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব কটিতেই হেরেছিল সবুজ পোশাকের দলটি। এমনকি ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপেও বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান। যে কারণে গত কয়েক বছরের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে সাকিব-মাশরাফিরা। স্বভাবতই বাংলাদেশের বিপক্ষে খেলতে একটু বেশিই ভাবতে হবে পাকিস্তানকে।

‘পাকিস্তানের পরের ম্যাচ বাংলাদেশের সঙ্গে। তাঁদেরকে ছোট করে দেখলে হবেনা। হারাতে হলে কষ্ট করতে হবে পাকিস্তানকে। দুই দলের জন্যই বাঁচা-মরার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন। বাংলাদেশকে হারাতে পারলেই পাকিস্তান ফাইনালে যাবে। সেখানে আবারও ভারতকে তাঁরা প্রতিপক্ষ হিসেবে পাবে। আর ফাইনালে যে কোন কিছুই হতে পারে।’

সুপার ফোরের কোয়ার্টার ফাইনাল খ্যাত আফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে তিন রানের নাটকীয় জয় তুলে নিয়েছিল মাশরাফির বাংলাদেশ। আবার এই আফগানিস্তানের বিপক্ষেই সুপার ফোরে জিতেছিল পাকিস্তান।

তাই ফাইনালের দৌড়ে আগামীকালের (বুধবার) ম্যাচটিকে সেমিফাইনাল হিসেবে ভাবছে দুই দলই। ইতিমধ্যে সুপার ফোরের দুই ম্যাচ জিতে ফাইনালে অবস্থান করছে ভারত। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যে দলই জিতবে ভারতের বিপক্ষে তাঁরাই এশিয়া কাপের মুকুট পরার লড়াইয়ে ২৮শে সেপ্টেম্বর মাঠে নামবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ