১৫ ম্যাচে ৮৬ টি গোল দিয়ে মাত্র ৩টি গোল খেয়েছে বাংলাদেশের মেয়েরা
-1200x800.jpg)
মাস দেড়েক আগে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় মারিয়া-তহুরাদের। তবে, সেই কষ্টটা মেয়েরা ভুলেছে ভিয়েতনামকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়ে। এই চার আসরে ১৫ ম্যাচে ৮৬ গোল দিয়েছে বাংলাদেশ। হজম করেছে মাত্র তিনটি। এরমধ্যে ভুটানে ভারতের কাছে খাওয়া এক গোলে একমাত্র শিরোপা হাতছাড়া হয়েছে মেয়েদের।
বাছাইপর্বের ২৯ দেশের মধ্যে সেরা আটে এখন বাংলাদেশ। প্রথমপর্ব টপকে যাওয়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া, লাওস, চীন, ইরান, মিয়ানমার, ভিয়েতনাম ও ফিলিপাইনকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। দুই গ্রুপে ভাগ হয়ে খেলার পর চার দল উঠবে চূড়ান্তপর্বে। দ্বিতীয় রাউন্ডের খেলা কোথায় হবে এখনো ঠিক হয়নি। তবে, খেলার সময় নির্ধারণ হয়ে আছে আগামী বছর ২৩শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ।
দ্বিতীয়পর্বের সেরা চারের সঙ্গে চূড়ান্তপর্বে সরাসরি খেলবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এর মধ্যে প্রথম তিন দল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়। থাইল্যান্ড চূড়ান্তপর্বের আয়োজক। এই টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য নতুন নয়। গত আসরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে উঠেছিল। তবে, এবার চূড়ান্তপর্বে উঠতে পার হতে হবে আরেক ধাপ। বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ডে চোখ রেখেই শুরু করবে দ্বিতীয়পর্বের প্রস্তুতি।
৬ গ্রুপের মধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও চীন পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে প্রথমপর্ব টপকে দ্বিতীয়পর্বে উঠেছে। শেষ চার টুর্নামেন্টে মেয়েদের গোলসংখ্যা ৮৬। সাফ চ্যাম্পিয়নশিপের দুই আসরে ৩৫ গোলের বিপরীতে বাংলাদেশ হজম করেছে একটি। হংকংয়ের জকি কাপে ২৬ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওই আসরে দুই গোল হজম করে মারিয়া-তহুরারা। সদ্য সমাপ্ত আসরে চার ম্যাচে ২৭ গোল দিয়েছে বাংলাদেশ। কোনো গোল হজম করেনি। প্রথমপর্বে গোল হজম না করা অন্য চার দল- চীন, ইরান, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দল হিসেবে মেয়েদের এই টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে উঠেছে। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাা বিদায় নিয়েছে প্রথমপর্ব থেকেই। প্রথম লক্ষ্য পূরণ হওয়ায় শুকরিয়া আদায় করে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,
‘মেয়েরা দীর্ঘদিন যে কঠোর পরিশ্রম করেছে তারই ফল এটা। আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। মেয়েরা নিজেদের মতো করে খেলেই এ সাফল্য এনেছে। এখন আমাদের লক্ষ্য থাইল্যান্ডে খেলার যোগ্যতা অর্জন করা। আমাদের ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফ আছে। আমরা এই টুর্নামেন্ট শেষে ৮ই অক্টোবর থেকে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি শুরু করবো।’
এর আগে অবশ্য ছোটনের লক্ষ্য সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা