ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

গেইল ও পাকিস্তানকে বিশ্বাস নাই : মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ০০:৪৪:৩২
গেইল ও পাকিস্তানকে বিশ্বাস নাই : মুস্তাফিজ

‘শেষ ওভারে কুড়ির ওপরে থাকলে ঠিক আছে। কিন্তু ২০ পর্যন্ত থাকলে কোনো গ্যারান্টি নেই। যেকোনো মুহূর্তে নিতে পারে। আমার চেষ্টা ছিল, নিজের ওপর বিশ্বাস ছিল। আর ভালো সময় গেছে। এই আর কী। এখানে অনেক অভিজ্ঞ বোলাররাও শেষ ওভারে ৮-১০ রান দিয়েই দেয়। এটা কপালে আছে।রান আপে বেশি জোরে দৌঁড়ালে আমার পায়ে টান লাগছিল। আমি এজন্য এমন ভাবে দৌড়ালাম যেন পায়ে না লাগে। ওভাবেই বোলিং করছি ।’

এসময় পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচ নিয়ে ফিজ বলেন, গেইলের কথা সবাই বলে যে, গেইল যেদি খেলে, সেদিন আর কারও করার থাকে না। পাকিস্তানেরও বিশ্বাস নাই। ওরা যেদিন খেলে, সেদিন পাত্তাও দেয় না। যদি আমাদের ভাগ্যে থাকে, তাহলে উল্টোটা হতে পারে। না থাকলে নাই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ