ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তবু ৩০০ বলের মধ্যে ১৪৪টি ডট বল ছিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৫ ০০:৪১:০১
তবু ৩০০ বলের মধ্যে ১৪৪টি ডট বল ছিল

কিন্তু প্রতিদিন না। এশিয়া কাপে বাংলাদেশের খেলা চার ম্যাচ যে রানই হয়েছে তা দ্রুত উইকেট হারানোর পর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারদের সৌজন্যে। এবারের এশিয়া কাপে অংশ নেয় ছয়টি দল। পরিসংখ্যান বলছে, প্রথম পাঁচ ব্যাটসম্যানের রানের গড় করলে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় পাঁচে।

এশিয়া কাপের চার ম্যাচে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানের গড় রান ২১.৪২। তালিকার প্রথম চার দল ভারত, আফগানিস্তান, পাকিস্তান এবং হংকং। তাদের গড় রান ২৫-এর বেশি।

অথচ ২০১৫ বিশ্বকাপের পর থেকে এবারের এশিয়া কাপের আগ পর্যন্ত বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যান প্রায় ৩৯ গড়ে রান তুলেছেন। তারা ১৩টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেছেন ৫০টি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে টাইগারদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের রান তোলার গড় ছিল ৫৬.০৭। তামিমের অনুপস্থিতি (প্রথম ম্যাচের পর) কিংবা সাকিবের নিষ্প্রভ থাকায় সেটা ২১ গড়ে নেমে আসা বিস্ময়কর বলতে হবে।

এছাড়া শুরুর ব্যাটসম্যানদের ডট বল খেলাও চিন্তার বড় কারণ। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ১৭১টি ডট বল খেলেছে। সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয় ২৯৫ বল। তার মধ্যে ডট বল ছিল ১৯০টি।

শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ডট কিছুটা কমছে। কিন্তু তারপরও হারটা প্রায় অর্ধেক। এদিন বাংলাদেশের খেলা ৩০০ বলের মধ্যে ১৪৪টি ডট বল ছিল!

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ