ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কতক্ষণ বিশ্রাম পেয়েছিলেন ইমরুল, জানলে অবাক হবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৯:৪৬:১৩
কতক্ষণ বিশ্রাম পেয়েছিলেন ইমরুল, জানলে অবাক হবেন

ব্যাটসম্যানদের বিশেষ করে টপঅর্ডার চরম বিপর্যয়ের কারণে হুট করেই এশিয়া কাপের দলে ডাক পড়ে ইমরুলের। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে খুলনা থেকে আসেন ঢাকায়। সেখান থেকে শনিবার সন্ধ্যার ফ্লাইটে উড়ে যান দুবাই। রাতে কয়েক ঘণ্টা বিশ্রামের পর প্রায় দেড়শ কিলোমিটার বাস ভ্রমণ করে নেমে যান আবুধাবিতে।

ইমরুলের স্বাভাবিক ফিটনেসে এই দীর্ঘ ক্লান্তিকর প্রক্রিয়াটা মনে হতো অসম্ভব কর্ম। কিন্তু এই ইমরুল যেনো ভিন্ন এক ব্যক্তি, এই ইমরুলের মধ্যে যেনো রয়েছে বিশেষ কিছু। না হলে যেখানে রশিদ খান নামক ‘জুজু’তে যেখানে গ্রুপ পর্বের ম্যাচে নাকাল হয়েছে দলের ব্যাটসম্যানরা, সেখান হুট করেই উড়ে গিয়ে সাবলীলভাবে কিভাবে খেলে দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ স্পিনারকে?

শুধু ভ্রমণক্লান্তি বা রশিদ জুজু নয়, ইমরুলকে খেলতে হয়েছে পুরোপুরি প্রতিকূল পরিস্থিতিতে। রশিদ খানকে সামাল দিতে মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান রাখতে ইমরুলকে টপঅর্ডার থেকে নামিয়ে দেয়া হয় ৬ নম্বরে। ক্যারিয়ারে আগের ৭০ ইনিংসের কোনটিতেই তিন নম্বরের নিচে ব্যাট করার অভিজ্ঞতা ছিলো না তার। এর সাথে আবার যোগ হয় তিন ওভারের ছোট্ট বিপর্যয়। কিন্তু সেই মূহুর্তে ব্যাটিংয়ে নেমেও ইমরুল খেললেন ৭২ রানের জমকালো এক ইনিংস।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ