ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হাথুরুসিংহেকে নিয়ে ম্যাথুসের চিঠি এবং ‘বিশ্বাসঘাতকতা’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৯:৪৪:২৮
হাথুরুসিংহেকে নিয়ে ম্যাথুসের চিঠি এবং ‘বিশ্বাসঘাতকতা’

লাথিস মালিঙ্গা, উপল থারাঙ্গার মতো সিনিয়রদের সঙ্গে হাথুরুসিংহের ঝামেলার খবর অনেক আগেই বের হয়েছে শ্রীলঙ্কান গণমাধ্যমে। এবার দীর্ঘদিন শ্রীলঙ্কার অধিনায়কত্ব করা অ্যাঞ্জেলো ম্যাথুস কাঠগড়ায় তুললেন হাথুরুকে।

এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এই দায়ে দেশে ফেরার পরপরই ম্যাথুসকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে ‘বিশ্বাসঘাতকতার’ শিকার বলে মনে করছেন ম্যাথুস। পাশাপাশি প্রধান কোচ হাথুরুসিংহে এবং নির্বাচকল্ডলীকে নিয়েও কথা বলেছেন তিনি।

বরখাস্ত হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী আশলে ডি সিলভার কাছে একটি চিঠি পাঠিয়েছেন ম্যাথুস। তাকে সাবেক এই অধিনায়ক লিখেন, ‘গত ২১ সেপ্টেম্বর শুক্রবার এসএলসিতে এক বৈঠকে নির্বাচকমণ্ডলী এবং জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন। তাঁরা আমাকে শ্রীলঙ্কার ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। তাৎক্ষণিকভাবে বিস্মিত হয়েছি এবং আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে গোটা শ্রীলঙ্কা দলের বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। আমি দায় নিতে প্রস্তুত তবে শুধু আমার ওপর দায় চাপালে সেটি বিশ্বাসঘাতকতা এবং আমাকে সরানোর চেষ্টা বলেই মনে হয়।'

হাথুরুসিংহে ও নির্বাচকমণ্ডলী নিয়ে ম্যাথুস লিখেন, ‌'আপনি জানেন, নির্বাচকমণ্ডলী এবং হেড কোচের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই হারের দায় শুধু অধিনায়কের ওপর চাপানো —এই যুক্তির সঙ্গে আমি একমত নই। যদিও নির্বাচকমণ্ডলী ও হেড কোচ আমাকে সরে দাঁড়ানোর যে কথা বলেছেন, তা আমি মন থেকেই সম্মান করি।'

হাথুরির জোড়াজুড়িতেই অধিনায়ক হয়েছিলেন, সেটাও উল্লেখ করেছেন ম্যাথুস, 'হাথুরুসিংহে হেড কোচের দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বভার পুনরায় গ্রহণ করার অনুরোধ করেছিলেন। পরিবার এবং বন্ধু-বান্ধব আমাকে বারণ করেছিল। কিন্তু আমি হেড কোচের কথায় আস্থা রেখেছিলাম।'

ক্ষোভ, হতাশায় জর্জরিত ম্যাথুস অবসরের বিষয়েও লিখেছেন। তিনি লিখেন, 'নির্বাচকমণ্ডলী এবং হেড কোচ যদি মনে করেন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার মতো ফিট নই এবং দলে জায়গা পাওয়ার মতো যোগ্য নই, তাহলে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেব। কখনো দলের বোঝা হয়ে থাকতে চাই না।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ