ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‘আমি জানি না, ম্যানেজমেন্ট কি ভেবে আমাকে দলের বাইরে রাখে’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৯:৪৩:৪৪
‘আমি জানি না, ম্যানেজমেন্ট কি ভেবে আমাকে দলের বাইরে রাখে’

তিন দিন টানা ম্যাচ খেলার পর দুই দিন জার্নির মধ্যে ছিলেন। সেই ক্লান্তির ছাপ তার চোখে মুখ স্পষ্ট ছিল গতকাল।

সেই ক্লান্তি এবং বিরুদ্ধ কন্ডিশনের মধ্যেও ব্যাট হাতে হাল ধরলেন। ব্যাট করতে হয়েছে ৬ নম্বরে, যে জায়গাটা তার খুবই অপরিচিত। প্রথমবার ৬ নন্বরে ব্যাট করতে নামার আগে নিশ্চিয়ই অরো চাপ জড়ো হয়েছিল ইমরুলের কাঁধে। তবে সব প্রতিকূলতাকে জয় করে ৭২ রানে ছিলেন অপরাজিত। আফগানিস্তানের বিপক্ষে জয়ে রেখেছেন বড় অবদান।

গত বছর অক্টোবরের প্রথম দিকে শেষ ওয়ানডে খেলেছেন। প্রায় এক বছর পর ডাক পেয়েছেন দলের কঠিন অবস্থার কারণে। ব্যাট করতে হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে। তারপরেও সফল তিনি। ইমরুলের তো মন ভালো থাকার কথা। হাসিখুশি থাকার কথা।

কিন্তু আজও ইমরুলের মুড অফ! এই মুড অফের কারণ কি? বোঝা গেল তার কথাতেই,‘ আপনিই বলেন, দলে জায়গা না পাওয়ার মতো পারফরম্যান্স আমার ছিল? দলে আমি কেন ছিলাম না, সেটা ভেবে আমি নিজেই অবাক হই। ম্যানেজমেন্ট কি ভেবে আমাকে দলের বাইরে রাখেন আমি জানি না।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ