ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জিম্বাবুয়ের বিলুপ্তি চান বাংলাদেশের সাবেক কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১৯:৪১:০৫
জিম্বাবুয়ের বিলুপ্তি চান বাংলাদেশের সাবেক কোচ

বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতি এখন প্রতিকূল। আর্থিক দৈন্যদশায় ক্রিকেটারসহ স্টাফদের বেতন ভাতা না দিতে পারার ব্যর্থতা অনেক দিন থেকেই। সেই দশা থেকে উত্তরণে বাধ্য হয়েই এগিয়ে আসতে হয়েছে আইসিসিকে।

এমন অবস্থায় নিজের ও স্টাফদের দেনা মিটিয়ে দিতে হারারের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন স্ট্রিক। তিনি সেই আবেদনে তার ও ছাঁটাই হওয়া স্টাফদের বকেয়া অর্থের তালিকা জমা দিয়েছেন।

বিশ্বকাপ বাছাইয়ের পর সব কোচিং স্টাফকেই ছাঁটাই করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। স্ট্রিক বলছেন, তাদের চুক্তি অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে। এমনকি তিনি আরও জানিয়েছেন, প্রতিষ্ঠানটি চলছে ‘বেপরোয়াভাবে ও অবেহলায়’। তাই অতি দ্রুত প্রতিষ্ঠানটির বিলুপ্তি চান তিনি।

স্ট্রিক তার আবেদনে জানিয়েছেন, বোর্ডের কাছে তিনি ১ লাখ ২৮ হাজার ৭৬২.৯৫ মার্কিন ডলার পাওনা আছেন। একই সঙ্গে ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, ফিটনেস ট্রেইনার শন বিল ও সহকারী কোচ ওয়েইন জেমসও পাওনা আছেন বড় অঙ্কের অর্থ। সব মিলিয়ে যার পরিমাণ প্রায় দুই লাখ মার্কিন ডলার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ