হাথুরুর বলির পাঠা হলেন ম্যাথুজ, বললেন ‘আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি’

শোচনীয়ভাবে হারে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে। আর এই হারের সমস্ত দায় অধিনায়ক ম্যাথুজের ওপর চাপিয়ে তাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। শনিবার এক মিটিংয়ে নির্বাচক কমিটি ও কোচ হাথুরুসিংহে ম্যাথুজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে যেতে বলে।
এ ঘটনায় বিস্মিত ম্যাথুজ, তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, এশিয়া কাপের ব্যর্থতার জন্য তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তাই সোমবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর কাছে এক চিঠিতে তিনি লিখেছেন, ‘শুক্রবার ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি মিটিংয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নির্বাচক কমিটি আমাকে ওয়ানডে ও টি-টুয়েন্টির অধিনায়কের পদ ছেড়ে দিতে বলেছে। এ প্রস্তাবে আমি খুবই অবাক হয়েছি।
তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে, এশিয়া কাপে বাংলাদেশ ও আফগানিস্তানের কাছে হারের কারণে আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে। ওই হারের দায় নিতে আমি প্রস্তুত। কিন্তু একই সাথে আমার মনে হয়েছে, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি।’
দলের ব্যর্থতার দায় নিতে প্রস্তুত হলেও সমস্ত দায় একা নিজের ঘাড়ে নিতে রাজি নন ম্যাথুজ। সেই কারণ ব্যাখ্যা করে তিনি আরো লিখেছেন, ‘আপনি জানেন, দলের সব সিদ্ধান্ত নির্বাচক কমিটি ও কোচের সাথে মিলে নেওয়া হয়। তাই আমি এ যুক্তির সাথে একমত নই যে, হারের জন্য একমাত্র আমার অধিনায়কত্বই দায়ী।’
তবে এসবের পরও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, ‘যাই হোক, আমি নির্বাচক কমিটি ও হেড কোচের অনুরোধকে মন থেকে শ্রদ্ধা জানিয়ে দ্রুত দায়িত্ব থেকে সরে দাঁড়াবো।’
চিঠিতে তিনি স্মরণ করিয়ে দেন, হাথুরুসিংহের অনুরোধেই দলের অধিনায়কত্বের দায়িত্ব আবার কাঁধে তুলে নেন। কারণ কোচ তাকে অনুরোধ করেছিলেন, ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নিতে। সেই অনুযায়ী নিজের পরিকল্পনাও জানিয়েছিলেন ম্যাথুজকে। কোচের কথায় বিশ্বাস রেখে দেশের স্বার্থে সেদিন রাজি হয়েছিলেন ম্যাথুজ।
কিন্তু সেই হাথুরুই এশিয়া কাপের হারের ব্যর্থতার সব দায় চাপিয়ে দিলেন ম্যাথুজের ওপর। শুধু দায় চাপিয়েই বসে থাকেননি, নির্বাচকদের নিয়ে অধিনায়কত্বের পদ ছাড়তেও ম্যাথুজকে বাধ্য করেছেন। এরই মধ্যে আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমালকে ওয়ানডের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।-পরিবর্তন
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা