ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মাশরাফির যে ২ সিদ্ধান্তে পাল্টে গেল খেলার ধারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১১:০৩:১১
মাশরাফির যে ২ সিদ্ধান্তে পাল্টে গেল খেলার ধারা

চরম আশাবাদী ব্যক্তিটিও আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু কোণঠাসা বাঘের মতো বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, ইতিহাসের অন্যতম জয় ছিনিয়ে নিয়েছে।মোস্তাফিজকে অবশ্যই এ জন্য কৃতিত্ব দিতে হয়। কিন্তু নেপথ্য নায়ক কিন্তু অন্যজন। তিনি হলেন মাশরাফি মর্তুজা। অধিনায়ক। একেই বলে অধিনায়ক।

তার একটি সিদ্ধান্তে খেলার মোড় ঘুরে গেছে। তিনি এই ঝুঁকি না নিলে হয়তো খেলার ফলাফল অন্য হতে পারত। প্রথম ঝুকি নেন মাহমুদুল্লাহ রিয়াদের হাত বল তুলে দিয়ে । সবাই যখন ব্যর্থ হচ্ছে তখন রিয়াদের হাতে বল তুলে দিলেন মাশরাফি । আর নিজের প্রথম ওভারে ভয়ংকর হয়ে ওঠা মোহাম্মদ শাহজাদকে আউট করেন রিয়াদ।

খেলার তখন ৪৬তম ওভার। শেষ ২৪ বলে আফগানিস্তানের দরকার ৪২ রান। হাতে উইকেট আছে ৫টি। তখন বল করার কথা মাশরাফির। কিন্তু না। তিনি বল দিলেন মোস্তাফিজকে। পরের তিন ওভারই যেন মোস্তাফিজ বল করতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত। ফল পাওয়া গেল অবিশ্বাস্য জয়ে।

এটি ঠিক ওই ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন ৯ রান। কিন্তু খুব বেশি কি? মাশরাফি আসেন পরের ওভার বল করতে। ১১ রান দেন। ৪৮তম ওভারে মোস্তাফিজ দেন ১২ রান। উত্তেজনা আরো বেড়ে গেল।

৪৯তম ওভারে সাকিব আল হাসান ১টি উইকেট নেন। রান দেন ১১। মোহাম্মদ নবীকে বিদায় করায় কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। তারপর ইতিহাস সৃষ্টি করলেন মোস্তাফিজ শেষ ওভারের জাদুতে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ