ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কেন ১০ ওভার করলনা মুস্তাফিজ, জানালেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ১১:০১:৪৫
কেন ১০ ওভার করলনা মুস্তাফিজ, জানালেন মাশরাফি

মোস্তাফিজের প্রথম বলে দুই রান, পরের বলেই নিলেন রশিদ খানের উইকেট। তৃতীয় বলে লেগ বাই থেকে এক রান, চতুর্থ বল কাটারে পরাস্ত গুলবদিন নাইব। পঞ্চম বলে কোনমতে লেগ বাই থেকে এল আরও এক। শেষ বলের সমীকরণ দাঁড়াল জিততে হলে শেনওয়ারিকে মারতে হবে বাউন্ডারি। মোস্তাফিজের দারুণ বলে আবারও পরাস্ত হলেন তিনি। এবার স্নায়ু পরীক্ষায় জিতল বাংলাদেশ।

ম্যাচ জিতে মাশরাফি বলেন, শেষ পর্যন্ত মুস্তাফিজ যা করেছিল তা যাদুর মত ছিল। শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করা খুব কঠিন। সে কঠিন কাজটিই সারলেন মুস্তাফিজ। জয়ের অবদান মুস্তাফিজ।

মাশরাফি বলেন, মুস্তাফিজ পায়ে ব্যাথা অনুভব করছিল। আমরা চাচ্ছিলাম সে যেন ১০ ওভার করতে পারে, কিন্তু ব্যাথার জন্য পারেন নি। এই ম্যাচ জয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে যা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে কাজে লাগবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ