ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শ্বাসরুদ্ধকর শেষ বলে জয়ের পর যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ০২:১৬:৫৮
শ্বাসরুদ্ধকর শেষ বলে জয়ের পর যা বললেন মাশরাফি

শেষ ওভারে তাই আফগানদের প্রয়োজন দাঁড়ায় ৮ রানের। বোলিংয়ে এলেন মোস্তাফিজুর রহমান। দারুণ বল করলেন কাটার মাস্টার। ১ উইকেট নিলেন, ব্যয় করলে মাত্র ৪ রান। তাতে রোমাঞ্চকর এক জয় ধরা দিল বাংলাদেশের।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৯ রান করে টাইগাররা। জবাবে আফগানদের ইনিংস থেমেছে ৭ উইকেটে ২৪৬ রানে। গ্রুপ পর্বে আফগানদের বিপক্ষে ১৩৬ রানে উড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই পরাজয়ের শোধ ভালোভাবেই নিল টাইগাররা।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘ম্যাচের শেষ মূহুর্তে মুস্তাফিজ যেনো জাদুকর হয়ে উঠেছিল। শেষ ওভারে ৮ রানে নির্ভর করা খুবই কঠিন। সম্পূর্ন কৃতিত্ব আমি মুস্তাফিজকেই দিতে চাই। সাকিব ৪৯তম ওভারটা ভালো বল করেছে। কিন্তু এটা মাহমুদউল্লাহ ও কায়েসেরও ম্যাচ ছিল। ইমরুল এটাই তার প্রথম ম্যাচে খেলেছে এবং দলের জন্য একটা ভালো স্কোর দাড় করিয়েছে। মুস্তাফিজ মাঝখানে একটু ব্যথা পেয়েছিল। আমি চেয়েছিলাম তাকে ১০ ওভার বল করাতে কিন্তু সে পুরোপুরি প্রস্তুত ছিল না। একটি জয় সবসময় আত্মবিশ্বাস ফিরিয়ে এনে দেয় এবং পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচটা হবে আমাদের সেমিফাইনাল।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ