ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

জয়ের নায়ক মুস্তাফিজ হলেওআজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ০২:১২:০৭
জয়ের নায়ক মুস্তাফিজ হলেওআজকের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে টাইগার ক্রিকেটার

তবে এর পর ঘুরে দাঁড়ায় অাফগানিস্থান। দলীয় ৮৯ রানের মাথায় সেজাদকে ৫৩ রানে বোল্ড করেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাশমতাউল্লাহ শহীদীকে সাথে নিয়ে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক আজগার অফগান। ১৬৭ রানের মাথায় ৩৯ রান করে আউট হন তিনি। ১৯২ রানের মাথায় হাশমতাউল্লাহকে ৭১ রানে বোল্ড করেন মাশরাফি।

টান টান উত্তেজনায় শেষ ৩ ওভারে অাফগানিস্থানের প্রয়োজন ছিল ৩১ রান। ব্যাটিংয়ে তখন মোহাম্মদ নাবী। ২৮ বলে ৩৮ রানে নাবী অাউট হলে শেষ ওভারে ৮ রান প্রয়োজন ছিল অাফগানিস্থানের। কিন্তু শেষ ওভারে বাংলাদেশকে রক্ষা করেন মোস্তাফিজ।

রাশিদ খান শেষ ওভারে ৫ রান করে অাউট হলেও শেষ বলে প্রয়োজন ছিল ৪ রানে। কিন্তু শেষ বলে মুস্তাফিজুর রহমান ডট বল দিয়ে বাংলাদেশকে এনে দেন ৩ রানের জয়।

ব্যাট হাতে দূর্দান্ত ৭৩ রান বল হাতে ১ উইকেট ও একটি দূর্দান্ত ক্যাচের জন্য ম্যাচসেরার পুরুষ্কার পেয়েছেন মাহমুদউল্লাহ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ