ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

জয়ের নায়ক মোস্তাফিজ দেখুন কত বলে কত রান দিয়ে কত উইকেট নিলেন তিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ০১:৫২:৪২
জয়ের নায়ক মোস্তাফিজ দেখুন কত বলে কত রান দিয়ে কত উইকেট নিলেন তিনি

ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৬ রানের মাথায় শান্ত ৬ এবং ১ রান করে অাউট হন মিঠুন। তবে এরপরে ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং লিটন কুমার। তবে দলীয় ৮২ থেকে ৮৭ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

লিটন কুমার ৪১ রানে ক্যাচ, সাকিব ০ রানে এবং মুসফিক ৩৩ রানে রান অাউট হয়। তবে এরপরই ১২৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইমরুল কায়েস। ৭৪ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইমরুল কায়েস অপরাজিত থাকেন ৭২ রানের।

২৫০ রানের টার্গেটে এখন ব্যাট করছে অাফগানিস্থান। দলীয় বিষাদের মাথায় উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ইহসানউল্লাহকে আউট করেন তিনি। এরপরেই দুর্দান্ত একটি রান আউট করেন সাকিব আল হাসান। রহমতকে রানআউটের ফাঁদে ফেলেন তিনি।

তবে এর পর ঘুরে দাঁড়ায় অাফগানিস্থান। দলীয় ৮৯ রানের মাথায় সেজাদকে ৫৩ রানে বোল্ড করেন মাহমুদউল্লাহ রিয়াদ। হাশমতাউল্লাহ শহীদীকে সাথে নিয়ে ৭৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক আজগার অফগান। ১৬৭ রানের মাথায় ৩৯ রান করে আউট হন তিনি। ১৯২ রানের মাথায় হাশমতাউল্লাহকে ৭১ রানে বোল্ড করেন মাশরাফি।

টান টান উত্তেজনায় শেষ ৩ ওভারে অাফগানিস্থানের প্রয়জন ৩১ রানে। ব্যাটিংয়ে তখন মোহাম্মদ নাবী। ২৮ বলে ৩৮ রানে নাবী অাউট হলে শেষ ওভারে ৮ রান লাগবে অাফগানিস্থানের। কিন্তু শেষ ওভারে বাংলাদেশকে রক্ষা করতে পারেনি মোস্তাফিজ। রাশিদ খান শেষ ওভারে ৫ রান করে অাউট হলেও শেষ বলে প্রযজন ৪ রানে। শেষ বলে মুস্তাফিজুর রহমান ডট বল দিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতার মুস্তাফিজ।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ