ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে হেসেখেলে হারাল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৪ ০০:৪২:৫৭
জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে হেসেখেলে হারাল ভারত

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা মন্থর গতিতে এগুতে থাকে পাকিস্তানের ব্যাটিং। ৮ ওভারে মাত্র ২৪ রান করে ওপেনিং জুটি। ২০ বল খেলে মাত্র ১০ রান করে এ সময় ইয়ুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউর শিকার হন ইমাম-উল হক। আগের ম্যাচে ৮০ রান করলেও এই ম্যাচে ব্যর্থতার পরিচয় দিলেন তিনি।

পাকিস্তানের উদীয় ওপেনার ফাখর জামান ৪৪ বল খেললেন। কিন্তু রান করলেন মাত্র ৩১। পাকিস্তানের নিয়মিত রান করা আরেক ব্যাটসম্যান বাবর আজম। তিনিও হলেন ব্যর্থ। সরফরাজ আহমেদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৯ রান করে হয়ে গেলেন রান আউট।

তবে ভারতীয় বোলারদের ভুগিয়েছেন সরফরাজ আর শোয়েব মালিক জুটি। এ দু’জনের ব্যাট থেকে এসেছে ১০৭ রানের মহামূল্যবান জুটির ইনিংস। ১৬৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হন সরফরাজ আহমেদ।

শেষ পর্যন্ত শোয়েব মালিকের ৭৮ রানে ভর করে ভারতকে ২৩৮ রানের টার্গেট ছুড়ে দেয় পাকিস্তান।

২৩৮ রান টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় ভারত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ