ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

শেষ দিকে ম্যাচ টানার ক্ষমতা ছিল কেবল নাসিরেরই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৩ ১৪:০২:৫৮
শেষ দিকে ম্যাচ টানার ক্ষমতা ছিল কেবল নাসিরেরই

বাংলাদেশ দলে নাসিরের ব্যাটিং পজিশন ৭ নম্বরেই ঘুড়পাক খেত। এই পজিশনে নিজেকে ঠিক মানিয়ে নিয়েছিলেন তিনি। বাংলাদেশ দলের দীর্ঘদিনের সাত নম্বর পজিশনের আক্ষেপ মুছে দিয়েছিলেন নাসির। কিন্তু সেই নাসির অনিয়মিত হওয়ার পর এই পজিশনটিও যেন হারিয়েছে তার যোগ্য মানুষকে।

মিষ্টার ফিনিশার বা পাফেক্ট ফিনিশার বলা হত নাসিরকে। নাসির দলে অনিয়মিত হওয়ার পর এই পজিশনে অনেক তারকাই ব্যাটিং করেছেন। কিন্তু পজিশন বা নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউই।

মিরাজ, মোসাদ্দেক, সাব্বিরদের এই পজিশনে সুযোগ দেয়া হয়েছিল অনেক দিন, অনেক ম্যাচে। কিন্তু ব্যর্থ তারা। নিচের দিকে লোয়ার পজিশনে মিঠুন, সোহান, লিটনদেরও ঘুড়িয়ে দেখেছেন নির্বাচকরা। প্রত্যাশা পূর্ন করতে পারেনি কেউই।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ