ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শেষমূহুর্তে টাইগার একাদশে ৩ পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৩ ১৪:০১:৫০
শেষমূহুর্তে টাইগার একাদশে ৩ পরিবর্তন

সুপার ফোরের প্রথম ম্যাচে হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে খেলবে বাংলাদেশ। দলের ক্রান্তিকালে নিজের ওপর বাড়তি চাপ না নিয়ে ম্যাচটিতে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ হিসেবে দেখতে চান ২৫ বছর বয়সী এই ওপেনার।

‘আমি যদি সেভাবে চিন্তা করি, তাহলে আমার উপর আরও বেশি চাপ সৃষ্টি হবে। আমি যাচ্ছি যেহেতু, আমাকে ম্যাচটা টুর্নামেন্টে আমার প্রথম ম্যাচ হিসেবে চিন্তা করতে হবে। সেভাবেই শুরু করব।

‘আমি যদি অনেক কিছু চিন্তা করি, তাহলে আমি নিজেই বেশি চাপে পড়ব, মাথায় সেই জিনিস গুলোই বেশি ঘুরপাক খাবে। তাই ম্যাচটিকে টুর্নামেন্টে আমার প্রথম ম্যাচ হিসেবে খেলার চেষ্টা করব।’

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে হাররের পর আবারো সুপার ফোরে তাদের বিপক্ষে রবিবার মাঠে নামবে বাংলাদেশ দল। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততে হবে টাইগারদের।

আর বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শক্তি বাড়াতেই আরব আমিরাতের উদ্দেশ্যে শনিবার বিকালে দেশ ছেড়েছেন সৌম্য সরকার এবং ইমরুল কায়েস

প্রথম রাউন্ডের শেষ আর সুপার ফোরের শুরুটা রীতিমত ব্যর্থ ছিল টাইগাররা। আজ আবারও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। লক্ষ্য একটাই ঘুরে দাঁড়ানো।

সে লক্ষ্যেই টুর্নামেন্টের মাঝপথে মরুর পথ ধরেছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। বুঝতেই পারছেন বিষয়টা কী দাঁড়াচ্ছে! লিটন আর শান্তর সুযোগের খাতাটা আপাতত বন্ধ। তাদের জায়গায় দেখা যাবে কায়েস আর সৌম্যকে। কপাল পুড়তে মোসাদ্দেকেরও। সেক্ষেত্রে টি২০ এর পরে ওয়ানডে অভিষেক হবে আরিফুল হকের।

দেখে নিন আজকের ম্যাচে টাইগারদের একাদশ :- ১/কায়েস ২/সৌম্য-লিটন ৩/সাকিব ৪/মুশফিক ৫/মিঠুন ৬/মাহমুদুল্লাহ ৭/আরিফুল হক ৮/মিরাজ ৯/মাশরাফি ১০/রুবেল ১১/মুস্তাফিজ

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ