বাচা মরার ম্যাচে একটু পরেই যে ১১ জনকে নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পর কোন ম্যাচেই শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন অভিষিক্ত নাজমুল হোসাইন শান্ত। আর যার কাছ থেকে সবারই আশা ছিল সেই লিটন দাসও ব্যর্থ হয়েছে বাংলাদেশকে ভাল শুরু এনে দিতে। তাইতো তাদের ব্যর্থতার কারণে ডাক পেয়ে ইতোমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন ইমরুল কায়েস এবং সৌম্য সরকার।
আজকের ম্যাচে যে ওপেনিংয়ে পরিবর্তন আসবে তা সৌম্য-ইমরুলের দলে ডাক পাওয়াতে মোটামুটি নিশ্চতই। দুই বার সুযোগ পেয়ে ব্যর্থ হওয়ায় এ ম্যাচে বাদ পড়বেন অভিষিক্ত নাজমুল হোসাইন সেটাও মোটামুটি নিশ্চিত। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। অন্যদিকে আরেক ওপেনার লিটন দাসের ব্যর্থতায় আবারো একাদশে দেখা যেতে পারে হার্ড হিটার ব্যাটসম্যান সৌম্য সরকারকে। তবে এক্ষেত্রে লিটন দাসকে আরো একটি সুযোগ দিতে পারেন নির্বাচকরা।
ওপেনিং ছাড়াও স্লগ ওভারের জন্য দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসাইনও হয়েছে ব্যর্থ। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে কিছুটা রান করলেও আশানুরুপ ফল দিতে পারেননি তিনি। তাই তার পরিবর্তে বার বার স্কোয়াডে থেকেও দলে সুযোগ না পাওয়ায় আরিফুল হক কে দেখা যেতে পারে একাদশে। তবে গ্রুপ পর্বে আফগানদের সাথে ভাল বল করায় থাকতে পারেন পেসার আবু হায়দার রনিও।
এছাড়া তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগার একাদশে। যথারীতি ওয়ানডাউনে খেলবেন সাকিব আল হাসান। মিডল অর্ডারে মুশফিকের সাথে খেলবেন মিথুন। আর স্লগ ওভারের খেলার জন্য থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।অন্যদিকে ফিনিশিংয়ে আরিফুলের সাথে থাকছেন মিরাজ-মাশরাফি। পেস এ্যাটাক সামলাবেন রুবেল-মোস্তাফিজরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ-ইমরুল কায়েস, সৌম্য সরকার/লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন,মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক,মেহেদী হাসাস মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
এদিকে এই ম্যাচকে সামনে রেখে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে দুই ওপেনার ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে। তাদের দু’জনকেই আজ দেখা যেতে পারে আফগানিস্তানের বিপক্ষে।
তবে ধারণা করা হচ্ছে দু’জন নাই এদের মধ্য থেকে যে কোন একজনকে দেখা যেতে পারে চূড়ান্ত একাদশে। এছাড়াও আরেকটি সুযোগ পেতে পারেন লিটন কুমার দাস। শুধু তাই নয় আজ অভিষেক হতে পারে অলরাউন্ডার আরিফুল হকের। বাংলাদেশ সময় আজ বিকাল ৫ টা বেজে ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ টি। সরাসরি দেখা যাবে জিটিভি, বিটিভি এবং স্টার স্পোর্টস ২ চ্যানেল।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার