ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখেনিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৩ ১০:৩৯:৫৪
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখেনিন

কিন্তু প্রথম তিন ম্যাচের একটিতেও কিছু করে দেখাতে পারেননি এই ওপেনার। তিন ইনিংসে তার রান-৭, ৬ আর ০। তাছাড়া কব্জির চোটে দেশে ফেরা তামিমের বদলে নাজমুল হোসেন শান্তকে দিয়েও চেষ্টা করা হয়েছে।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত হয়ে তিনি করেছেন মাত্র ৭ রান। ভারতের বিপক্ষে আবারও ৭। এই অবস্থায় অভিজ্ঞ একজন ওপেনারের অভাবটা খুব করেই বোধ করছে বাংলাদেশ। ওপেনিংয়ের ব্যর্থতায় আফগানিস্তান আর ভারতের বিপক্ষে দুই ম্যাচেই দুইশর নিচে গুটিয়ে গেছে টাইগাররা।

তবে জানা যায় শুধু সৌম্য সরকার নন আরেক অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েসকেও নাকি আরব আমিরাতে পাঠানোর হয়েছে। জানা যায় টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল একজন ওপেনার। কিন্তু বিসিবি পাঠিয়ে দিয়েছে সৌম্য-ইমরুল দুজনকেই। আর এর কারণ ঝুঁকি এড়ানো।

এদিকে সৌম্য-ইমরুলকে হঠাৎ ডাকার কারণ ব্যাখ্যা করেতে গিয়ে এমনটাই জানান দুবাইয়ে দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন তামিম ইনজুরিতে পড়ার কারণে ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা। দুটি ম্যাচে ওপেনিং ভালো পারফরম্যান্স পায়নি। টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। আমরা ঝুঁকি না নিয়ে দুজন ওপেনারকে নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডপ্রধানের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত।

তবে কি ১৫ সদস্যর দলে এমন কোনো ব্যাকআপ খেলোয়াড় ছিল না যার ওপর আস্থা রাখা যেত? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন লিটন ছিল শান্ত ছিল। ওরা দুইটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। কিন্তু ওখানে ওরা রান করতে পারেনি।

সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের এমন পরিকল্পনা নিতে হয়েছে বলে জানান। তাছাড়া আগামীকাল আবারও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। লক্ষ্য একটাই ঘুরে দাঁড়ানো।

সে লক্ষ্যেই টুর্নামেন্টের মাঝপথে মরুর পথ ধরেছেন আজ ইমরুল কায়েস ও সৌম্য সরকার। বুঝতেই পারছেন বিষয়টা কী দাঁড়াচ্ছে! লিটন আর শান্তর সুযোগের খাতাটা আপাতত বন্ধ।

তাদের জায়গায় দেখা যাবে কায়েস আর সৌম্যকে। কপাল পুড়তে মোসাদ্দেকেরও। সেক্ষেত্রে টি২০ এর ওয়ানডে অভিষেক হবে আরিফুল হকের।

দেখে নিন কালকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ :১/কায়েস ২/সৌম্য ৩/সাকিব ৪/মুশফিক ৫/মিথুন ৬/মাহমুদুল্লাহ ৭/আরিফুল হক ৮/মিরাজ ৯/মাশরাফি ১০/রুবেল ১১/মুস্তাফিজ

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ