ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‘শুনো রশিদ, তুমি শেন ওয়ার্ন নয় যে এমন ভাব দেখাবে’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২৩ ০০:০৮:৩৮
‘শুনো রশিদ, তুমি শেন ওয়ার্ন নয় যে এমন ভাব দেখাবে’

সেটা দেখে মোটেও সহ্য করতে পারছিলেন না রশিদ খান। এরপরের বলেই আউট হয়েছিলেন আসিফ। আনন্দের আতিশয্যে আঙুল ঘোরাতে ঘোরাতে আসিফের চোখে চোখ রেখে তাঁকে বিদায়ের পথটা দেখিয়ে দেন রশিদ। খেলাধুলার ভাষায় যাকে বলে ‘সেন্ড অফ’।

আর এতেই তার উপর ভেজায় চটেছেন পাকিস্তানের সমর্থকরা। মঈন নামে এক সমর্থকের টুইট, নওয়াজকে ফেরানোর পর তাঁর আচরণে সেটি প্রকাশ পেয়েছে, তবে পরের বলেই ছক্কা হজম করেছে ৯ নম্বর ব্যাটসম্যানের কাছে। বিনয়ী থাকো রশিদ, তুমি শেন ওয়ার্ন নও।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ