ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

যে কারণে গতকালকের ম্যাচে রান চাননি মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ২২:৪৮:৫৩
যে কারণে গতকালকের ম্যাচে রান চাননি মাশরাফি

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাই জানিয়েছেন রান করার থেকেও উইকেটে টিকে থাকাটা মূল উদ্দেশ্য ছিল দলের। উইকেট না হারিয়ে প্রথম দশ ওভারে ৩০ রান সংগ্রহ করতে পারলেও ভাল হত বলে বিশ্বাস করেন তিনি। মাশরাফি বলেন,

‘আমরা আসলে রান চাই নি। প্রথম দশ ওভারে ৬০ রান করতে হবে এমন কোন কথা ছিল না। দুই প্রান্তে দুই নতুন বল, একটু সময় নিয়ে খেললে সহজ হয়ে যায়। আমরা সাম্প্রতিক সময়ে যেটা করেছি কোন উইকেট না হারিয়ে ৪০-৪৫ রান করতে, যদি দ্রুত উইকেট যায়, তাহলে ৩০-৩৫ রানেও খুশি ছিলাম আমরা।’

শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলার পর মিডল অর্ডারে ব্যাট হাতে দাঁড়িয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ভারতের বিপক্ষে সেই কাজটি করতে পারেননি মিডল অর্ডারের কোন ব্যাটসম্যানই। এর পেছনে কারণ হিসেবে অধিনায়ক মাশরাফি জানিয়েছেন এই ম্যাচে চাপ সামলাতে ব্যর্থ হয়েছে দলের মিডল অর্ডার। তাঁর ভাষায়,

‘দ্রুত উইকেট পড়ে গেলে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের খেলা তৈরি করতে হয়। সবসময় মিডেল অর্ডার থেকে এমন প্রত্যাশা করা কঠিন। এই ধরনের ম্যাচে উপরে দুইটি উইকেট পড়ে গেলে মিডেল অর্ডারে অনেক প্রেশার থাকে। পরপর দুটি ম্যাচে আমরা ব্যাটিং কলাপ্স করেছি।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ