ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

সবাইকে অবাক করে আফগান স্পিনারদের নিয়ে একি বললেন সরফরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ১৯:০৮:৩৪
সবাইকে অবাক করে আফগান স্পিনারদের নিয়ে একি বললেন সরফরাজ

আরব আমিরাতের কন্ডিশনে রশিদ-মুজিবদের বিপক্ষে ২৫০ রানের উপর লক্ষ্য তাড়া করা কঠিন ছিল তাদের জন্য। আর পাকিস্তানকে এই লক্ষ্যে পৌঁছাতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানদের।

'এই কন্ডিশনে আফগানিস্তান স্পিনারদের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য তাড়া করা কঠিন ছিল আমাদের জন্য। কারণ তাদের স্পিনাররা বিশ্বসেরা আর তাদের বিপক্ষে আপনাকে অনেক সতর্ক থেকে ভালো খেলতে হবে।'

শোয়েব মালিকের অভিজ্ঞতার উপর ভর করে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ভারতের বিপক্ষে হারের পর কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সরফরাজ আহমেদের দল।

পাশাপাশি আফগানিস্তান দল পাকিস্তানকে কাপিয়েও দিয়েছিল বলে মন্তব্য করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে দলের ব্যাটসম্যানদেরকে হাল ধরে খেলার জন্য প্রশংসায় ভাসান তিনি।

'তারা আমাদেরকে আজ কাপিয়েই দিয়েছিল। কিন্তু ইমাম, বাবর যেভাবে হাল ধরে খেলেছে এবং মালিক যেভাবে তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছে তা সত্যি অসাধারণ।'

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচে জিতলেই ফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে যাবে তাদের।

একই দিন আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ