ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শুধু পাকিস্তান নয়, বাংলাদেশকে নিয়েও যা বললেন দ্রাবিড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ১৮:৪৮:০৪
শুধু পাকিস্তান নয়, বাংলাদেশকে নিয়েও যা বললেন দ্রাবিড়

কেননা বর্তমানে যেকোনো দলের জন্যই হুমকির কারণ হয়ে উঠতে পারে বাংলাদেশ কিংবা আফগানিস্তান দল দুটি বলে বিশ্বাস করেন দ্রাবিড়। আফগান এবং টাইগারদের প্রতি সমান গুরুত্ব দিয়ে এই কিংবদন্তী ক্রিকেটার জানান,

'আমি যদি দলে থাকতাম তাহলে শুধু পাকিস্তানের প্রতি ফোকাস করতাম না। আমরা সাদা বলে অনেক ভাল ক্রিকেট খেলছি, কিন্তু আমাদের অন্যান্য দলের প্রতিও সতর্ক থাকতে হবে।'

আগামীকাল এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত। আর এই ম্যাচটি জিততে পারলেই টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ সুগম হবে রোহিত শর্মার দলের। কিন্তু এরপরেও এই ম্যাচের প্রতি খুব বেশি ফোকাস করতে নারাজ দ্রাবিড়। তাঁর ভাষ্যমতে,

'আফগানিস্তান দারুণ খেলছে। আমি বুঝতে পারছি না কেন আমরা শুধু পাকিস্তানের ওপর এত ফোকাস করছি। বাংলাদেশও ভাল করছে। আফগানিস্তানকেও শক্তিমত্তার দিক থেকে এগিয়ে রাখতে হবে এবং বিবেচনায় আনতে হবে।'

উল্লেখ্য এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রোহিত শর্মার দল। এবার দুবাইয়ের মাঠে একই লক্ষ্য নিয়ে আগামীকাল খেলতে নামবে তারা। হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ