ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কন্ডিশনের পরীক্ষায় কি পাস করবেন তো ইমরুল-সৌম্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ১৫:০৩:০২
কন্ডিশনের পরীক্ষায় কি পাস করবেন তো ইমরুল-সৌম্য

কিন্তু শুক্রবার সন্ধ্যায় হুট করেই খবর চলে আসে ইমরুল কায়েস এবং সৌম্য সরকারকে দুবাই পাঠানো হচ্ছে এশিয়া কাপের জন্য। তামিম ইকবালের ইনজুরি তাকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে।

নতুন উদ্বোধনী জুটি নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস মিলে পর পর দুই ম্যাচে ব্যর্থতার প্রমান দিয়েছেন। যেকারণে অভিজ্ঞদের দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হুট করে দলের সঙ্গে যোগ দেয়া এই দুই ওপেনার দুবাই-আবু ধাবির কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবেন তো? দেশ ছাড়ার আগে দুই ক্রিকেটারই চার দিনের ম্যাচ খেলছিলেন ঘরের মাঠে।

সেখান থেকে হুট করেই আবার তাদের যেতে হচ্ছে দুবাই। সাধারণত লংগার ভার্সন ম্যাচ খেললে পেশী শিথিল হতে সময় লাগে। আজ ও কাল রাত জার্নি করেই কাটবে তাদের।

এরপর সেখানে পৌঁছে ভ্রমনক্লান্তি কাটিয়ে উঠতে না উঠতেই আফগানিস্তানের বিপক্ষে হয়তো খেলতে হতে পারে তাদের। এতো সব কিছুর চ্যালেঞ্জ একবারে নিতে পারবেন নাকি তারা দুইজন এই ব্যাপারেও থেকে যাচ্ছে সংশয়।

তার উপর ৪০ থেকে ৪৩ ডিগ্রী গরমে হুট করে খেলার কাজটা যে কোন সহজ কথা নয় সেটাও ভালো ভাবেই জানা আছে সবার। এখন দেখার বিষয় ইমরুল এবং সৌম্য মিলে গরম এবং কন্ডিশনের চ্যালেঞ্জকে হারাতে পারেন নাকি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ