ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ফেরার ম্যাচেই ব্যর্থ হলেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ১২:৩৮:২৩
ফেরার ম্যাচেই ব্যর্থ হলেন আশরাফুল

খুলনায় আগে ব্যাট করা বিসিবি সবুজ দল তাদের প্রথম ইনিংস ঘোষণ করেছিল ৯ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে। বিপরতীতে শুক্রবার বিসিবি লাল দল তৃতীয় দিনের খেলা শেষে করেছে ৪ উইকেটে ১৬৩ রান। আশরাফুলদের দল প্রথম ইনিংসে এখনো ১২৬ রানে পিছিয়ে।

শুক্রবার বৃষ্টির কারণে অবশ্য খেলা হয়েছে মাত্র ২৯ ওভার। আগের দিনের ১ উইকেটে ৪৬ রান নিয়ে দিন শুরু করে আশরাফুলদের লল দল। সৌম্য সরকার ২১ ও আল আমিন জুনিয়র শূন্য রান নিয়ে দিন শুরু করেন। শুরুতেই ৮ রান করা আল আমিন জুনিয়রকে শিকার বানান খালেদ আহমেদ। তবে মার্শল আইয়ুব ও সৌম্য সরকার মিলে তৃতীয় উইকেটে গড়েন ৭১ রানের জুটি। ৪৮ রান করা সৌম্যকে ফেরান এবাদত হোসেন। ১০২ বলের ইনিংসে সৌম্য খেলেছেন ৬টি ছক্কা।

সৌম্য ফিরে যাওয়ার পরই উইকেটে আসেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ১ রানেই ফিরে যান তিনি। তাইজুল ইসলামের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। বাকী সময় যেটুকু খেলা হয়েছে তা ভালোভাবেই পার করেন মার্শাল ও আফিফ হোসেন। মার্শল অপরাজিত ৬৩ ও আফিফ অপরাজিত ১৫ রানে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ