ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সৌম্য-ইমরুল দুবাই যাওয়ার খবর জানেন না মাশরাফি, অবাক হয়ে যা বললেন তিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ১০:৪৬:৪১
সৌম্য-ইমরুল দুবাই যাওয়ার খবর জানেন না মাশরাফি, অবাক হয়ে যা বললেন তিনি

বাংলাদেশের ১৭৪ রানের টার্গেট, ভারত ১৩.৪ ওভার হাতে রেখেই তুলে নেয়। এই হারের পর মাশরাফি মর্তুজা বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান শুরুতেই উইকেট হারালাম। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা উইকেট হারালেও একটা বড় জুটি ম্যাচ বদলে দিয়েছিল। আমরা আজ কোন জুটি করতে পারে না। আপনি যদি এই উইকেটে ২৫০-২৬০ রান করতে পারেন তাহলে একটা ভাল ম্যাচ হতে পারে।’

এদিকে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে বিসিবি জানায় সৌম্য, ইমরুলের দলে আসার খবর। দুবাইয়ের ঘড়ি তখন আরও দুই ঘণ্টা পিছিয়ে। এটাই বার্তা দেয় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হুটহাট। টিম ম্যানেজম্যান্ট আলোচনার সময় পায়নি অধিনায়কের সঙ্গেও।

এই পরিস্থিতি, এত তাড়াহুড়ো, তবে এর কিছুই নাকি গোচরে নেই অধিনায়কের। ম্যাচ শেষে জানালেন, ‘না আমি মাঠের ভেতর ছিলাম। এই জিনিসটা এখনো জানি না। পরিষ্কার না। আসছে যেটা বলছেন আমি এখনো নিশ্চিত না। আমার সঙ্গে আলোচনা হয়নি। আমি পরিষ্কার না।’

খারাপ পারফরম্যান্সে দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য ও ইমরুল। দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুজন। এরপর থেকেই বাইরে আছেন দলের। এই দুজন আবার দলে এসে পারফর্ম করতে পারবেন কিনা এই নিয়ে সংশয়ের কথাও লুকালেন না অধিনায়ক, ‘এরা কিন্তু এভাবে পারফর্ম না করেই দল থেকে বের হয়েছে। আবার এসে এই ধরনের টুর্নামেন্টে আল্টিমেট প্রেসার নিয়ে…আমি জানি না ওরা টেকনিক্যালি কি কাজ করেছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ