ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আজকের পাকিস্থান ও আফগানিস্থান ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২২ ০২:০৮:২৮
আজকের পাকিস্থান ও আফগানিস্থান ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হলেন যে ক্রিকেটার

এর আগে হাসমতউল্লাহ শহীদি দুর্দান্ত ব্যাটিং করলেন। তবু আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো। মাত্র ৩ রানের জন্য যে সেঞ্চুরিটা হলো না, অপরাজিত থাকার পরও। তার এমন ব্যাটিংয়ে ভর করেই অবশ্য আবুধাবিতে লড়াই করার পুঁজি পেয়ে গেছে আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে তারা তুলেছে ২৫৭ রান।

ধীর শুরুর পর নবম ওভারে এসে উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলীয় ২৭ রানে মোহাম্মদ নেওয়াজের শিকার হয়ে ফিরে যান ইহসানউল্লাহ (১০)। পরের ওভারে এসে মোহাম্মদ শেহজাদকেও (২০) তুলে নেন এই স্পিনার।

তবে ৩১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন রহমত-শহীদি। ৩৬ রান করা রহমতকে ফিরিয়ে এই জুটিটিও ভাঙেন নেওয়াজ।

চতুর্থ উইকেটে আসঘর আফগানের সঙ্গে ৯৪ রানের আরেকটি বড় জুটি গড়েন হাসমতউল্লাহ শহীদি। দুজনই হাফসেঞ্চুরি পেয়েছেন। আসঘর আউট হন ৬৭ রানে। এরপর মোহাম্মদ নবিও ৭ রানের বেশি করতে পারেননি। তবে শহীদি পরের সময়টায় দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছেন। ১১৮ বলে ৭ বাউন্ডারিতে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। পাকিস্তানের পক্ষে সবচেয়ে সফল নেওয়াজই। তিনি নেন ৩টি উইকেট। ২ উইকেট শিকার শাহীন শাহ আফ্রিদির।

২৫৮ রান টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার ৩ বলে খেলেই ২৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। সেই সাথে আফগানিস্থানের বিপক্ষে ৩ উইকেটে জিতলো তারা। এই ম্যাচে ৩ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন হাসান আলী ও ৪৩ বলে ৫১ রান করেন শোয়েব মালিক। এছাড়াও ফকর জামান ০, ইমামইল হক ৮০,বাবর আজম ৬৬, সোহেল ১৩,সরফরাজ ৮ , আসিফ আলি ৭ , নওয়াজ ১০ রান করে আউট হন। আজকের ম্যাচে বল হাতে ৪ ওভার বল করে ২১ রান কোনও উইকেট পাননি তিনি এব্য ব্যাট হাতে ৪৩ বলে ৫১ রান করে আজকের ম্যান অব দ্যা ম্যাচ হলেন শোয়েব মালিক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ