ব্যাটিং ব্যর্থতার পর বিশাল ব্যবধানে হের গেল বাংলাদেশ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে উড়িয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই হোঁচট। তাও আবার আফগানিস্তানের সাথে। ওই হারের এক দিন পর ভারতের বিপক্ষে সুপার ফোরে দারুণ কিছুর প্রত্যাশার কথা শুনিয়েছিলেন মাশরাফিরা।
প্রত্যাশা পূরণ করা দূরে থাক, বাংলাদেশ এই ম্যাচে এমনভাবে হারলো যে পরের দুই ম্যাচের জন্য স্বাভাবিক আত্মবিশ্বাস খুঁজে পাওয়ায় এখন মুশকিল।
শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামার আগে মাশরাফি বলেন যে, টস জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন। তার মানে ব্যাটিংয়ে বড় রান করার আত্মবিশ্বাস ছিলো বাংলাদেশের অধিনায়কের। কিন্তু তার সেই আত্মবিশ্বাসের ছাপ পড়েনি ব্যাটসম্যানদের খেলায়।
টানা তৃতীয় ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ লিটন দাস। সুবিধা করতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তও। পরপর দুই ম্যাচে এক অঙ্কের ঘরে রান থাকতেই তিনি আউট। ওপেনারদের সঙ্গে শুক্রবার ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলো মিডল অর্ডারও। এক ম্যাচে বিশ্রাম কাটিয়ে ফেরা মুশফিকুর রহিম এ দিন বিদায় নেন অহেতুক রিভার্স সুইপ খেলতে গিয়ে। তার আগে অহেতুক শট খেলার প্রবণতায় উইকেট বিলিয়ে দেন সাকিবও। এরপর মাহমুদুল্লা-মোসাদ্দেক কিছুটা ক্ষয়ক্ষতি সামাল দেয়ার চেষ্টা করেছেন, কিন্তু তা যথেষ্ট ছিলো না।
অষ্টম উইকেটে গিয়ে ৬৬ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাদের ওই প্রচেষ্টার পর ১৭৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
তিনটি করে উইকেট নেন ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিট বুমরাহ। চার উইকেট নেন রবিন্দ্র জাদেজা। এক বছর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত করেন তিনি। অথচ এশিয়া কাপের ভারতীয় দলে তিনি ছিলেনই না। জাদেজার সুযোগ আসে হার্দিক পান্ডিয়ার ইনজুরির কল্যাণে।
মাত্র ১৭৩ রানের পুঁজি নিয়ে বাংলাদেশ জিতবে; এমন আশা বাংলাদেশের কট্টরতম সমর্থকও করেননি। কেউ যদি আশা করেও থাকেন, তা যে উচিত হয়নি, সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরে মাশরাফিরাই তা প্রমাণ করে দিয়েছেন। ভারতের হয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা।
এ দিকে, ওপেনারদের দুর্দশার মেঘ কাটছে না বলে ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে ডেকে পাঠিয়েছে বিসিবি। শনিবার সন্ধ্যায়ই তাদের আরব আমিরাতের বিমানে উঠে পড়ার কথা। পরের ম্যাচে হয়তো ওপেন করবেন তারাই। তাতে যদি টানা দুই হারের অস্বস্তি কিছুটা দূর হয়!
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- নির্বাচনী আসন ভাগাভাগি করলো এনসিপির প্রার্থীরা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- মেহেদী হাসান মিরাজের নতুন নাম দিল আইসিসি
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা
- বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক, জরুরি পদক্ষেপ নিলেন ডিএসই চেয়ারম্যান
- শান্ত বাদ, তবে নতুন অধিনায়ক মিরাজ নয়
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- দুই আসন থেকে নির্বাচন করবেন নাহিদ ইসলাম
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আজ সামান্য বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার