ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানকে বিশাল রানের টার্গেট ছুড়ে দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ২১:৫৮:০১
পাকিস্তানকে বিশাল রানের টার্গেট ছুড়ে দিল আফগানিস্তান

ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছে আফগানিস্তান। বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে তখন আফগানিস্তান দল পাকিস্তানে ভালোই জবাব দিচ্ছে। তবে দলীয় ২৬ রানে মাথায় উইকেটের পতন ঘটে। এরপর ৩১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।

তবে ৩১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৬২ রানে অবিচ্ছিন্ন রহমত-শেহজাদ। কিন্তু ওপেনিংয়ে নামা শেহজাদ ১০.১ বলের মাথায় নাওয়াজের বলে সরফরাজ আহমেদ কট দিয়ে ফিরে যান। ৩১ বলে ২০ রান করেন তিনি।

৯৪ রানে মাথায় তৃতীয় উইকেট পড়লে এরপর উইকেটে আঠার মত লেগে আছেন হাসমতউল্লাহ শহীদি ও আসঘর আফগান। ৮৬ বল ৫০ রান করে আরেকটি মাইফল স্পর্শ করলেন হাসমতউল্লাহ। এরপর অধিনায়ক আসঘর। তিনিও তুলে নিলেন হাফসেঞ্চুরি। ৪৫ বল ৫০ রান করেন তিনি। ৫৬ বলে ৬৭ রান কর আউট হন তিনি।

শেষ পর্যন্ত শাহিদির ৯৭ রানে ভর করে পাকিস্তানকে ২৫৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছে আফগানিস্তান

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, হারিস সোহেল, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।

আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শেহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আসঘর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ