ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টসে হেরেও খুশি হয়ে যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ১৭:২৩:৪২
টসে হেরেও খুশি হয়ে যা বললেন মাশরাফি

তবে টসে হেরেও খুশিই হয়েছেন মাশরাফি। কারণ তিনিও চাচ্ছিলেন আগে ব্যাটিং করতে। টসে হেরে মাশরাফি বলেন, টস ফলাফল আমার জন্য মন্দ হয়নি। কারণ টসে জিতলে আমিও আগে ব্যাটিং করতে চাইতাম। আগে ব্যাটিং করে আমরা একটা ভালো সংগ্রহ দাড় করাতে চাই।

শুরুতেই শোনা যাচ্ছিল আজকের ম্যাচে বাংলাদেশ কয়েকটি পরিবর্তন আছে। ২টি পরিবর্তন নিশ্চিত ছিল কিন্তু এর বেশিও হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু না তেমনটা হয়নি। ২টি পরিবর্তন নিয়েই মাঠে নেমেছ টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। অভিষেক ঘটানো হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং আবু হায়দার রনিকে। মুশফিককে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছিল মুমিনুল হককে। ভারতের বিপক্ষে বাদ পড়লেন মুমিনুল এবং আবু হায়দার রনি। দলে ফিরেছেন মুশফিক এবং মোস্তাফিজ।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ