ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরার পুরুষ্কার যাকে উৎসর্গ করলেন রশিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ১৫:৩৮:৫৮
বাংলাদেশের বিপক্ষে ম্যাচসেরার পুরুষ্কার যাকে উৎসর্গ করলেন রশিদ

শেষ পর্যন্ত ৭ উইকেটেই ২৫৫ রান করে আফগানিস্তান। রশিদ-নাইব, দু’জন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫৭ বলে ৯৫ রানের জুটি। ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রশিদ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৩২ বলে ৫৭ রান করে। এটি তার ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। এ পথে ৮ চারের বিপরীতে ১ ছক্কা হাঁকান ‘ব্যাটসম্যান’ রশিদ। আর তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাওয়া নাইব খেলেন হার না মানা ৪২ রানের ইনিংস।

একে একে পার করলেন ২০টি বসন্ত। পা দিলেন ২১-এ। বৃহস্পতিবার নিজের ২০তম জন্মদিন পালন করলেন ক্রিকেট ‘বিস্ময়’ রশিদ খান। এদিন বাংলাদেশকে ১৩৬ রানে হারিয়ে তাকে জয় উপহার দিয়েছে আফগানিস্তান। বলা বাহুল্য, ব্যাটে-বলে টাইগারদের উড়িয়ে নিজের জন্মদিনটা রাঙিয়েছেন তিনিই।

অনবদ্য এই পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রশিদের হাতে। কিন্তু ম্যাচ সেরার পুরুষ্কার নিজের জন্য নয় অন্যকে উৎসর্গ করেন রশিদ। গত কয়েকদিন আগে দল থেকে পদত্যাগ করেন আফগান বোর্ড সভাপতি। ম্যাচসেরার পুরুষ্কার তাকেই উৎসর্গ করেন রশিদ।

এসময় তিনি বলেন, ‘আমার এই পুরুষ্কার আমাদের সাবেক বোর্ড প্রেসিডেন্টকে উৎসর্গ করছি। তিনি আফগানিস্তান দলের অনেক উন্নতি করেছেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ