ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিজের পারফরম্যান্স দিয়েই সে দলে আছে : শাহরিয়ার নাফীস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ১৫:০৬:৪৮
নিজের পারফরম্যান্স দিয়েই সে দলে আছে : শাহরিয়ার নাফীস

মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ সহ এ দিন বোলিং করেছেন মোট আটজন বোলার। যার মধ্যে একমাত্র সাকিব আল হাসান করেছেন ১০ ওভার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেস বোলার রুবেল হোসেন এদিন করেছেন মাত্র ৬ ওভার। শুধু তাই নয় অনেকদিন পর ডেথ ওভার বোলিং করেছেন মাশরাফি বিন মুর্তজা।

আর তার খেসারত দিতে হয়েছে পুরো ম্যাচে। ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা সমালোচনা করেছেন ভারতের সাবেক পেস বোলার আজিত আগারকার। তিনি বলেন, ‘রশিদ ও নাইব শেষের দিকে মাশরাফিকে বেধড়ক পিটিয়েছে। যদি তার দলে থাকার কারণ এটা হয় যে সে দলকে একত্র করে রাখে এবং মেন্টরের ভূমিকা পালন করে, আমি এই বিষয়ে নিশ্চিত নই। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, আপনি দলের নেতা হলে আপনাকে অবশ্যই দলের অন্যতম সেরা পারফর্মার হতে হবে। মাশরাফির এমন পারফরম্যান্স এটা এটা সমর্থন করে না।’

অনুষ্ঠানে বাংলাদেশের পারফরম্যান্স আলোচনা করতে যুক্ত ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেট শাহরিয়ার নাফীসও। তিনি সরাসরি ভুল ধরিয়ে দেন অজিতের। কেননা অধিনায়কত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত মাশরাফির অধীনে ৫৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ৫৯ ম্যাচে বাংলাদেশের জয় ৩৩ ম্যাচে আর মাশরাফির উইকেট ৭৯টি। যা কিনা দেশের অন্য যেকোনো পেসারের চেয়ে বেশি।

অর্থাৎ শুধু দলকে এক করে রাখা নয়, নিজের পারফরম্যান্স গুণেই দলে নিজের জায়গা ধরে রেখেছেন মাশরাফি। এই ব্যাপারটিই অজিতকে বুঝিয়ে দেন নাফীস। একইসাথে মাশরাফি ফুল হাতা জার্সি পরে খেলতে নামায় যে শুরু থেকেই বোঝা গেছে পরিকল্পনায় কিছু পরিবর্তন আছে বাংলাদেশের, সেটিও তুলে ধরেন নাফীস।

তিনি বলেন, ‘খেলা শুরু হওয়ার পর মাশরাফিকে ফুল হাতা জার্সি পরিহিত অবস্থায় দেখার পরেই বুঝেছিলাম, সে আজ ওপেনিংয়ে বল করবে না। সে সাধারণত নতুন বলে বল করে এবং ৪০ ওভারের মধ্যেই নিজের কোটা শেষ করে। বাংলাদেশ এ ম্যাচে ভিন্ন কিছু চেষ্টা করেছে। রুবেল, রনিদের দিয়ে শুরুতে বোলিং করিয়েছে। মাশরাফি পরে বল করেছে। আজিতের সাথে আমি একটি পয়েন্টে দ্বিমত পোষন করছি। গত কয়েক বছর ধরে বল হাতে বাংলাদেশের সেরা পারফরমারের নাম মাশরাফি। এমন না যে সে দলের মেন্টর হিসেবেই দলে আছে। নিজের পারফরম্যান্স দিয়েই সে দলে আছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ