ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ দেখে নিন শেষ মুহুর্তের চূড়ান্ত একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ১৪:৪৮:০৬
একটু পরেই মাঠে নামছে বাংলাদেশ দেখে নিন শেষ মুহুর্তের চূড়ান্ত একাদশ

ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই পরিবর্তন! আজ শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখেই বিশ্রাম দেয়া হয়েছিল তাঁদের বলে জানিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। রোহিত শর্মার দলের মুখোমুখি হওয়ার আগে যেন পরিপূর্ণ সতেজ থাকতে পারেন তাঁরা সেটাই মূল উদ্দেশ্য ছিল।

মাশরাফি বলেছেন আমাদের আগামীকাল একটি বড় ম্যাচ রয়েছে এবং ছেলেদের সতেজ থাকতে হবে। এই গরমে টানা দুইটি ম্যাচ খেলা একটু কঠিন। তামিম দেশে ফিরে গিয়েছে, মুশিকে বিশ্রাম দেয়া হয়েছে, মুস্তাফিজুর ইনজুরি থেকে ফিরেছে বিধায় তাঁকেও গতকাল বিশ্রামে রাখা হয়েছে।

তিনি জানান তবে তারা আজ খেলবে। আফগানদের বিপক্ষে এই ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইন আপের দৈন্যদশা যেন প্রকটভাবে ফুটে উঠেছিল। মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যাওয়া তারই চাক্ষুষ প্রমাণ বলা চলে।

যদিও ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এদিন হতাশা উপহার দিয়েছেন টাইগার বোলাররা। তবে সব ভুলে আজ ভারতের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ দল।

এই ম্যাচ কারণ হিসেবে মাশরাফি ব্যাটিং এবং বোলিং ২ বিভাগকে দায়ী করছেন। বিশেষ করে বাংলাদেশের শেষ ১০ ওভারে বোলিং এটা ছিল একদমই বাজে। এছাড়াও ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজা বলেন, “তারা সত্যিই ভাল খেলেছে। আমরা শেষ ১০ ওভার ভাল বোলিং করিনি এবং ব্যাটিং টাও ভাল ছিল না।

আজ ভারতের বিপক্ষে আবারো মাঠে নামছে বাংলাদেশ। তবে এটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হবে। পরপর দুটি ম্যাচ খেলা কে অনেক চ্যালেঞ্জিং মনে করছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি আরো বলেন, “আগামীকাল আমাদের একটি বড় ম্যাচ হবে এবং ছেলেদের প্রস্তুত হতে হবে। পরপর ২ টি ম্যাচ খেলা অামাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। অাগামীকারের ম্যাচ (অাজ) মোস্তাফিজ এবং মুশফিকুর রহিম ফিরছে।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস,মুশফিক,মুস্তাফিজ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ