ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

যে কারণে রশিদ খান আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ২১ ০০:৫৭:৫৭
যে কারণে রশিদ খান আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হলেন

সেই রান পাহাড় ডিঙাতে নেমে মাশরাফিরা গুটিয়ে গেছেন মাত্র ১১৯ রানে। ব্যাট হাতে ৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকা রশিদ বল হাতেও নিয়েছেন দুই উইকেট এবং তিনিই আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

বাংলাদেশ কঠিন ধাক্কা খায় লক্ষ্য পূরণ করতে নামার শুরুতেই। ১৫ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে তারা। তামিম ইকবালের বদলে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্তকে দিয়ে শুরু, এরপর একে একে বিদায় নেন লিটন দাস, মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন।

মুজিব উর রহমানের বল উঠিয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন শর্ট থার্ড ম্যানের দিকে। সহজ ক্যাচটা তালুবন্দি করতে মোটেও ভুল করেননি আফতাব আলম।

শুরুর এই ধাক্কা সামাল দেয়ার ভার পড়ে লিটন দাস ও সাকিব আল হাসানের কাঁধে। কিন্তু ব্যর্থ হন লিটন। ধাক্কা সামাল দিতে গিয়ে উল্টো আফতাব আলমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিটন। স্টাম্পে আসা বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে আউট হন তিনি। বলটি খেলতে গিয়ে তার পায়ে কোনো কাজই দেখা যায়নি।

৩৯ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুশফিকের বিশ্রামের দিনে একাদশে সুযোগ পাওয়া মুমিনুল ৯ রানের বেশি করতে পারেননি। তিন বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া এই ব্যাটসম্যান লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাওয়া বল খেলতে গিয়ে শিকার হন কট বিহাইন্ডের।

এরপর জুটি গড়েন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। প্রথম ম্যাচে দারুণ এক হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখা মিঠুন এ দিন সাত বলে দুই রান করে বিদায় নেন। মোহাম্মদ নবির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন তিনি।

১৫ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলার পর, পরের দিকের ব্যাটসম্যানদের যা করার দরকার ছিলো, তার কিছুই করতে পারেননি তারা। সর্বোচ্চ ৩২ রান করেন সাকিব আল হাসান। ২৭ ও ২৬ রান করেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু প্রয়োজনের তুলনায় তাদের প্রচেষ্টা ছিলো অপ্রতুল।

এই হারের ক্ষত নিয়ে শুক্রবারই আবার মাঠে নেমে পড়তে হবে বাংলাদেশকে। এ দিন মাশরাফিদের প্রতিপক্ষ ভারত।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ