ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

'আমরা জিতব, জেতা উচিত'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৮ ১১:০১:২৪
'আমরা জিতব, জেতা উচিত'

তবে অতো বেশি আলো ছড়াবে না ম্যাচটি, বরঞ্চ সহজেই জিতে যেতে পারে বাংলাদেশ; এমনটা মনে করছেন বাংলাদেশ মহিলা দলের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। ম্যাচটিতে চ্যালেঞ্জের কিছুই দেখছেন না তিনি।

'আমি ৫০ ওভারের খেলায় আফগানিস্তানের বিপক্ষে ওতটা চ্যালেঞ্জের কিছু দেখি না। টি-টুয়েন্টিতে হতে পারে, কিন্তু ৫০ ওভারের ম্যাচে ধরে খেলার ব্যাপার থাকে। আর আমাদের ৫০ ওভার খেলার মত ব্যাটিং সামর্থ্য আছে।

রশিদ খান-মুজিব উর রহমানদের মতো কয়েকজন বোলারকে একটু দেখে শুনে খেললেই আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন দেশের ক্রিকেটের এই অভিভাবক।

'আফগানিস্তানের দুই একজন বোলার আছে যাদের বিপক্ষে আমরা খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারব না। যদি নাও খেলি, তারপরও বাকি বোলারদের কাছ থেকে আমরা যথেষ্ট রান আদায় করে নিতে পারব।

'আর যেহেতু টি-টুয়েন্টির মত তাড়াহুড়ার কোন ব্যাপার নেই এখানে, তাই আমি ওতটা ভীতসন্ত্রস্ত না। আমার ধারনা আমরা আফগানিস্তানের সাথে জিতব, জেতা উচিত।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ