ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

তামিমকে ‘চ্যাম্পিয়ন’ উপাধি দিয়ে প্রশংসায় ভাসালেন সালমান বাট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৬ ১৭:০৬:৫৪
তামিমকে ‘চ্যাম্পিয়ন’ উপাধি দিয়ে প্রশংসায় ভাসালেন সালমান বাট

সবারই এক কথা-এও কি সম্ভব! অন্যদের মতো বিস্মিত পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটও। চোখে দেখার পরও যেন ৩৩ বছর বয়সী বাট বিশ্বাস করতে পারছিলেন না, সত্যিই দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করতে নেমেছেন তামিম! খেলা শেষ হওয়ার পরপরই তাই বাট তামিমকে ভাসিয়েছেন প্রশংসার জোয়ারে। বাংলাদেশী ওপেনারের গায়ে পরিয়ে দিয়েছেন ‘চ্যাম্পিয়ন’-এর খেতাব।

হ্যাঁ, নবম ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজ যখন আউট হন, বাংলাদেশের নামের পাশে রান তখন ২২৯ রান। তামিম দুঃসাহসিক সিদ্ধান্তটা না নিলে বাংলাদেশের ইনিংসটা থেমে যেত ওখানেই। কিন্তু তামিম তা হতে দিলেন না। দলের ত্রাতা হয়ে যাওয়া মুশফিকুর রহীমকে সঙ্গ দিতে ঠিকই নেমে পড়লেন মাঠে।

তামিম অবশ্য এক হাতে একটা মাত্র বলই মোকাবিলা করেছেন। সেই বলে তিনি কোনো রানও পাননি। কিন্তু তার সেই এক বলের ব্যাটিংয়ে বাংলাদেশ দল যোগ করে ৩২ রান। তামিমকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে মুশফিক ১৬ বলেই তুলে নেন ৩২ রান। তাতে মুশফিক নিজেও গড়ে ফেলেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলার কীর্তি। নিজের করা আগের ১১৭ টপকে এদিন করেন ১৪৪ রান। বাংলাদেশও ২২৯ থেকে উঠে যায় ২৬১-তে।

অবিশ্বাসী এই সাহকিতার জন্য পুরো ক্রিকেট বিশ্বই তামিম বন্ধনায় মত্ত। তবে সালমান বাটের প্রশংসাটা নিশ্চিতভাবেই তামিমকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে। ছোট্ট একটা বাক্যেই সালমান বাট দুঃসাহসিক তামিমকে তুলে ধরেছেন অন্য উচ্চতায়, ‘চলার পথটা কঠিন হলেও চ্যাম্পিয়নরা এভাবেই এগিয়ে যায়। দলকে এভাবেই সাহায্য করে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ