ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টাইগার দলের প্রশংসায় পঞ্চমুখর হয়ে যা বললেন ব্রেট লি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৬ ১৬:৪৯:৫৪
টাইগার দলের প্রশংসায় পঞ্চমুখর হয়ে যা বললেন ব্রেট লি

শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজ, এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ছোট দুটি পার্টনারশিপ গড়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। শেষের দিকে অপ্রতিরোধ্য তামিমের ব্যাটিং অার মুসির ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬১ রান তোলে বাংলাদেশ দল। ১৫০ বলে ক্যারিয়ার সেরা ১৪৪ রান করেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের জয় সহজ করে দেন পেস বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজুর রহমান এবং মাশরাফি বিন মুর্তজার বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা দল। শ্রীলংকার ৩২ রানের মাথায় তিনটি উইকেট তুলে নেন এই দুই পেস বোলার। দলের প্রয়োজনে এ দিন জ্বলে উঠেছিলেন আরেক পেসার রুবেল হোসেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা দল। শ্রীলংকার দশটি উইকেট এর মধ্যে পাঁচটি উইকেট গিয়েছে পেসারদের দখলে।

ম্যাচ শেষে স্টার স্পোর্টস এর ‘ডাগআউট’ অনুষ্ঠানে ব্রেট লি বলেন, “বাংলাদেশ অসাধারন ক্রিকেট খেলেছেন। বাংলাদেশ এখন একটি পরিনিত দল। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই তারা চমৎকার করছে। মুশফিকুর রহিমের ইনিংসটা সত্যি অসাধারণ।

সঠিক পরিকল্পনায় ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও বাংলাদেশের পেস বোলাররা শুরুতেই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দিয়েছে। মুস্তাফিজ অসাধারণ। পুরনো ছন্দে ফিরেছেন তিনি। সুপার ফোর রাউন্ডে দারুণ লড়াই হবে বাংলাদেশের”

দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে গতরাত থেকে একটাই আলোচনার বিষয়, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবালের দ্বিতীয়াবারের মতো ব্যাট হাতে মাঠে নামা। আঙুলে চোট নিয়েই খেলতে নেমেছিলেন তামিম।

ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমালের বাউন্সার এসে লাগে সেই আঙুলে। আঘাতের ওপর আঘাত! তারপরও মাঠে তামিম! কীভাবে?তামিমের মাঠে ফেরার এই গল্প জানতে গত রাত থেকেই উৎসুক হয়ে আছেন দর্শক-ক্রিকেটপ্রেমীরা।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে সেই কৌতুহল মেটানোর চেষ্টা করেছেন দেশসেরা ওপেনার। মুস্তাফিজ নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় বাংলাদেশের রান ২২৯। আরও কিছু রান দরকার ছিল। মুস্তাফিজ মাঠ ছাড়লেও অপরাজিত মুশফিক মাঠ ছাড়ছেন না দেখে অবাক সবাই। সেই বিস্ময় আরও বড় আকার ধারণ করল যখন ব্যাট হাতে মাঠে নামলেন তামিম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ