ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

২৫০ অপেক্ষায় মাশরাফি…

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৫ ১৬:০১:২২
২৫০ অপেক্ষায় মাশরাফি…

সেই ২০০১ সালের নভেম্বরে শুরু, দেখতে দেখতে ১৭টি বছর পার করে দিয়েছেন মাশরাফি। দীর্ঘ এই ক্যারিয়ারে খেলে ফেলেছেন ১৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। দেশের জার্সিতে তার উইকেট সংখ্যা ২৪৫টি।

সবকিছু ঠিক থাকলে এই এশিয়া কাপের মঞ্চেই এই ২৫০টি উইকেট নেওয়ার মাইলফলক ছুঁবেন দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। কারণ এশিয়া কাপের গ্রুপের পর্বে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। আর গ্রুপ পর্ব পার করতে পারলে আরো তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে লাল-সবুজরা। সেক্ষেত্রে এই টুর্নামেন্টেই ইতিহাস গড়তে পারেন নড়াইল এক্সপ্রেস।

২৫০ ছোঁয়ার ইতিহাস গড়তে পারলে ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে মাশরাফি হবেন ২৫তম বোলার। শুধু পেসারদের কথা চিন্তা করলে এই মাইলফলক গড়েছেন মাত্র ১৪ জন বোলার। সেক্ষেত্রে মাশরাফি হবেন ১৫তম পেস বোলার।

বর্তমান ক্রিকেটে ২৫০ টি উইকেট সংগ্রহ করা একমাত্র বোলার হলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্কা। ২০৪ ম্যাচে ৩০১টি উইকেট নিয়েছেন এই লঙ্কান পেস বোলার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ