ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শ্রীলঙ্কার দুঃস্বপ্নের নাম 'কোবরা ড্যান্স'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৫ ১২:৩৭:৫৯
শ্রীলঙ্কার দুঃস্বপ্নের নাম 'কোবরা ড্যান্স'

বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলে বাংলাদেশ। শুধু তাই নয় নিদাহাস ট্রফিতেও শ্রীলঙ্কাকে হারিয়েই তাদের মাটিতে ফাইনাল খেলেছিল টাইগাররা। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ৬টি ম্যাচ জিতেছে, তার ৪টিই এসেছে বিগত চার বছরে। আর ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত মোট ৬টি ওয়ানডে খেলেছে শ্রীলংকা-বাংলাদেশ। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ২টি, শ্রীলঙ্কা ৩টি এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত। আর এই সময়ের মধ্যে এই দুই দল টি২০ খেলে ৭টি। যার মধ্যে বাংলাদেশ জয় পায় ৪টি ম্যাচে এবং শ্রীলঙ্কা জয় পায় ৩টি ম্যাচে। আর টি২০ ও ওয়ানডে মিলে ২০১৫ বিশ্বকাপের পর বাংলাদেশ মোট ১৩ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়। যেখানে দুই দল সমান ৬টি করে ম্যাচে জয়লাভ করে এবং পরিত্যাক্ত হয় একটি।

তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল টি-টুয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কাকে দুই দফা হারালেও, ওয়ানডে ফরম্যাটে চলতি বছরের সবচেয়ে বড় ধাক্কা এই শ্রীলঙ্কার বিপক্ষে সামলাতে হয়েছে। জানুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফিদের। যদিও এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তারা ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে। এই দুই সিরিজ জয়ই এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। পাশাপাশি বিগত বছরগুলোয় বাংলাদেশ দলের ইতিবাচক পরিবর্তন অবশ্যই সাহস জোগাবে বাংলাদেশকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ