ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেষ মুহুর্তে এসে একাদশে আবারো পরিবর্তন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৫ ১১:৪৫:৫১
শেষ মুহুর্তে এসে একাদশে আবারো পরিবর্তন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা

শুরুতেই বামহাতি-ডানহাতি কম্বিনেশন ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয়। তাই তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন দাসকে।এছাড়াও সর্বশেষ উইন্ডিজ সিরিজে ওয়ানডে ম্যাচ না খেললেও টি-টুয়েন্টিতে ভাল পারফরমেন্স এবং দেশের বাইরে ভালো খেলার কারনেই ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে যে তিনিই থাকবেন তা মোটামুটি নিশ্চিত।

এরপর তিনে সাকিব অটো চয়েস। বিগত কয়েকটি সিরিজে তিন নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তা দূর করেছেন সাকিব। এই পজিশনে রানও পাচ্ছেন তিনি। এরপর চারে মুশফিক। পাঁচে এবার মোসাদ্দেক কিংবা মমিনুলকে খেলানো হতে পারে। কারণ শেষ দিকে স্লগ ওভারে মাহমুদউল্লাহর মতো একজন ব্যাটসম্যান প্রয়োজন। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ খেলবেন ছয়ে।

আর সাতে থাকবেন সাব্বিরের বদলে সুযোগ পাওয়া আরিফুল হক। সবশেষ বিপিএলে তাঁর নিখুত ফিনিশিং এবং শেষের দিকে দ্রুত রান তোলার দক্ষতাই এ পজিশন সকলের কাছে প্রসংশার দাবিদার তিনি। শেষ দিকে রিয়াদ-আরিফুল জুটি জমে উঠলে দ্রুত রান আসবে স্কোর বোর্ডে। আর আটে মাশরাফি। বিগত কয়েকটি সিরিজেও এই পজিশনে খেলেছেন টাইগার কাপ্তান।

বোলিং পজিশনে যথারীতি পেস এ্যাটাকে মাশরাফির সাথে রুবেল-মুস্তাফিজের থাকা মোটামুটি নিশ্চিত।আর স্পিনে সাকিবের সাথে মেহেদী মিরাজ এবং নাজমুল অপুর মধ্যে যে কোনো একজন খেলতে পারেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত/মমিনুল হক, মেহেদি হাসান মিরাজ/নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সাথে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। হংকংয়ের ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও তাদের ম্যাচগুলো আন্তর্জাতিক ওয়ানডের মর্যাদা পাবে বলে জানিয়েছে আইসিসি। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল যাবে সুপার ফোরে। এই পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।

বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া উপমহাদেশের সব দেশের দর্শকরা ‘স্টার স্পোর্টস’এ সরাসরি ম্যাচগুলো দেখতে পাবেন।দক্ষিণ এশিয়ার বাইরে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্টস। তাদেরর অনলাইন সাইটেও খেলাটি দেখানো হবে।

এছাড়া মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দর্শকেরাও খেলাগুলো সরাসরি দেখতে পাবেন ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের উইলো টিভি এবং যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস ও আর অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ