ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অবশেষে চূড়ান্ত হলো তামিমের ওপেনিং পার্টনার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ সেপ্টেম্বর ১৫ ১১:০১:২৫
অবশেষে চূড়ান্ত হলো তামিমের ওপেনিং পার্টনার

২০১৫ সালে ওপেনিং পজিশন বেশ পাকাপোক্ত করে ফেলেছিলেন সৌম্য সরকার। অনেকেই ধরেই নিয়েছিল তামিমের ওপেনিং জুটিতে দীর্ঘ সময় সার্ভিস দিতে পারবে সৌম্য। তবে সেটা ছিল কেবল কয়েক মাসের। অফফর্মে যাওয়ার পর এখনো চেনা রূপে ফিরতে পারেননি সৌম্য। তার বদলি ওপেনিং পজিশনে সুযোগ দেওয়া হয়েছে অনেককেই।

তবে কেউই সেখানে স্থায়ী হতে পারেননি। এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। তবে এইদিক থেকে একটু ব্যতিক্রম উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। শুরুর কয়েক ম্যাচ ওপেনিংয়ে ব্যর্থ হলেও ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করেছেন তিনি।

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে তামিমের সঙ্গী হিসেবে ছিলেন লিটন। দুই সিরিজে বেশ সফলই ছিলেন তিনি। তাই এশিয়া কাপেও তামিমের সঙ্গী হিসেবে লিটনকেই ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে। তবে কখনো ওয়ানডে ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ না আসলেও এবার সেটি এসেছে। লিটনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে মুখিয়ে আছেন তামিম। আর সেটিই বললেন তামিম।

“সব কিছু ঠিক থাকলে লিটন দাসই ওপেনিং পার্টনার হবে আমার। সে সাম্প্রতিক সময়ে আমার সঙ্গে ওপেনিং করেছে বেশ কয়েকটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট এবং টি-টোয়েন্টিতে বেশ ভালো ব্যাটিং করছে। টিম ম্যানেজমেন্ট যদি চায় এতে অবাক হবার কিছু নেই।”

ওয়ানডেতে এখন পর্যন্ত ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ না আসলেও টি-টোয়েন্টিতে নিজের ১৫ ম্যাচে ৯টি ‘তেই ওপেন করেছেন লিটন। এতে বেশ সফল তিনি। ৯ ম্যাচে ১৮.৪৪ গড়ে করেছেন ১৬৬ রান। নিজের সর্বশেষ ম্যাচেও হাঁকিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি। সবমিলিয়ে দারুণ ছন্দে রয়েছেন লিটন। দেখাই যাক না টি-টোয়েন্টির মত ওয়ানডেতেও ওপেনিং পজিশন পাকাপোক্ত করতে পারে কিনা লিটন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ